রামনবমী শুধু নয়! হনুমান জয়ন্তীতেও বাংলায় কয়েক হাজার মিছিল বেরোবে! হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ধুমধাম করে রামনবমী (Ram Navami) পালিত হয়েছে। হাজার হাজার মানুষের মিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তবে এবার শুধু রামনবমী নয়, হনুমান জয়ন্তীতেও (Hanuman Jayanti) কয়েক হাজার মিছিল হবে বলে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।

‘এবার একতরফা হবে না’: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

সম্প্রতি রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। দোল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘রামনবমীর উৎসব এবার এমনভাবে পালন করুন, যাতে হিন্দু বিরোধী শক্তি জবাব পায়! গতবার ৫০ লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এক হাজার মিছিল হয়েছিল। এবার এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে। দু’হাজার মিছিল হবে’।

এবার গতকালের সাংবাদিক বৈঠক থেকে হনুমান জয়ন্তী নিয়েও বড় হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার হনুমান জয়ন্তীতেও বাংলায় কয়েক হাজার মিছিল হবে বলে দাবি করলেন তিনি। শুভেন্দু (Suvendu Adhikari) এদিন প্রশ্ন করেন, ‘অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন দু’হাজারের বেশি লোক হাঁটবে না? পারবেন? ক্ষমতা আছে? এর বিরুদ্ধে লড়াই হবে। আমি আপনাকে বারবার বলেছি, এবার কিন্তু একতরফা হবে না’।

আরও পড়ুনঃ ‘এঁরাই জল্পনা তৈরি করেন, অপপ্রচার চালান’! মমতার সঙ্গে ‘বিরোধ’ নিয়ে মুখ খুললেন অভিষেক

এখানেই না থেমে নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক আরও বলেন, ‘এটা সরস্বতী পুজোয় দেখেছেন, রামনবমীতেও দেখবেন। রামনবমীর পর পশ্চিমবঙ্গে প্রথম হনুমান জয়ন্তীতে ছোট ছোট দু-তিনটে মিছিল হতো। এবার হনুমান জয়ন্তীতেও অন্তত কয়েক হাজার মিছিল হবে’।

Suvendu Adhikari press conference

উল্লেখ্য, গতকাল হাওড়ার বেলগাছিয়ার ধস কবলিত এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন, পুলিশ তাঁকে বাধা দিয়েছে, কথা কাটাকাটির মাঝে তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হাতে আঁচড়ের দাগ দেখিয়ে বলেন, ‘পুলিশ আমায় ধাক্কা দিয়েছে। আমায় রক্তাক্ত করেছে। এই রক্ত গুছিয়ে রাখলাম’।

এরপর হাতে ব্যান্ডেজ বেঁধে সাংবাদিক বৈঠকে বসেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। ফোনে ছবি দেখিয়ে বলেন, ‘চোখ দিয়ে দেখুন কে কাকে মারছে। আমি তো মার খেয়ে এসেছি। গোলাম মূর্তাজা আমার রক্ত নিয়েছে। আমি কোথাও অভিযোগ করব না। বাংলার জনগণ দেখছে, আপনারা দেখছেন’। তবে এই ছবি ও ভিডিওগুলি ডিলিট হবে না বলে জানিয়ে দেন বিজেপি বিধায়ক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর