‘মৃত্যুকুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম’! হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘গন্ধা ধর্ম’ মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেই এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) এই নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। ‘কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?’ প্রশ্ন ছুঁড়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার হিন্দু এলাকায় তৃণমূলকে (Trinamool Congress) নিষিদ্ধ করার ডাক দিলেন তিনি।

‘সাফ করব হিন্দুদের নিয়ে’! হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)

সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট দশেক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি রামকৃষ্ণ-বিবেকানন্দের ধর্মকে মানি। এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে, সেটা আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে’।

মমতার এই ‘গন্ধা ধর্ম’ মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে সাফ করার হুঙ্কার দেন তিনি।

আরও পড়ুনঃ একধাক্কায় বাড়ছে ৬৫০০ টাকা পেনশন? পয়লা বৈশাখের আগেই সামনে বড় আপডেট

শুভেন্দুকে এদিন বলা হয়, আপনার হাতে ধব্জ, হিন্দুরা আক্রান্ত। কথা সম্পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলনেতা বলে ওঠেন, ‘ধর্মযুদ্ধ’। কিছুক্ষণ থেমে তিনি বলেন, ‘মৃত্যুকুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। সাফ করব হিন্দুদের নিয়ে। মমতাকে সাফ করব। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম?’

suvendu adhikari

এরপর হাতের ধব্জ দেখিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, এই ধব্জ দিয়ে সাফ করব’। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X