বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা। সম্প্রতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’, হুমায়ুন কবীরের ‘ঠুসে দেওয়া’র হুঁশিয়ারিতে সরগরম হয়ে উঠেছিল বাংলা। তার রেশ পুরোপুরি কাটার আগেই ফের তৃণমূলের (Trinamool Congress) মুসলিম নেতাদের নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
রামপুরহাটের সভা থেকে কী কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
শুক্রবার রামপুরহাটের বিক্ষোভ কর্মসূচি থেকে সরব হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘সব মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। তৃণমূলের মুসলিম নেতারা লুঠ করছে। সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছে। পুলিশকে ব্যবহার করছে ও যা ইচ্ছে তাই করছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলাদেশ দেখার পর হিন্দুরা আর ঘুমিয়ে নেই’।
সম্প্রতি তমলুকের সভা থেকে সুর চড়ানোর পর এবার রামপুরহাটের সভা থেকেও সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘আজ হিন্দুরা তাকত দেখাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির পর হিন্দুরা বুঝেছেন, এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব থাকার লড়াই’।
আরও পড়ুনঃ জোর বিপাকে দিলীপ ঘোষ? প্রাক্তন রাজ্য সভাপতিকে সাসপেন্ড করবে BJP? তোলপাড় বাংলা
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘একান্ন সালের জনগণনায় পশ্চিমবঙ্গে আমরা ৮৫% ছিলাম। আজ ৬৭ শতাংশে নেমে এসেছি। যেদিন ৫০ শতাংশের কমে নেমে যাবেন, সেদিন সংবিধান চলবে না। কী চলবে? সেটা আপনারা জানেন’।
এখানেই না থেমে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, ‘আমায় বর্ধমানে আটকানোর চেষ্টা করা হয়েছিল। তবে পারেনি। মমতার রেজিস্টার্ড গুণ্ডা দিয়েও পারেনি। যদি ভেবে থাকেন, আমাদের হাতে গুণ্ডা রয়েছে, তাহলে ভুল ভাবছেন। ১০,০০০ মানুষ সাঁইথিয়ায় একসঙ্গে হাঁটব। এরপর নানুরেও যাব। যার যা সাহায্য দরকার হবে, আমরা করব’।
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হিন্দু আবেগ উস্কে দেওয়ার জন্য রাজ্যের নানান প্রান্তে বিজেপির সভা থেকে এমন হুঙ্কার দেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তমলুকের পর এদিন রামপুরহাটের সভা থেকেও সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের মুসলিম নেতাদের একহাত নেন তিনি।