বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর থেকেই সরব হয়েছেন বিরোধীরা। এবার যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগ ও গ্রেফতারির দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি’, দাবি করেন তিনি।
এসএসসি মামলায় রায়দান হতেই গর্জে উঠলেন শুভেন্দু (Suvendu Adhikari)!
গত বছর ৩০ ডিসেম্বর বিজেপি বিধায়কদের নিয়ে আচার্য সদন গিয়েছিলেন শুভেন্দু। যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণের দাবি জানিয়ে এসেছিলেন তিনি। এদিন এসএসসি মামলার রায়দান হতেই নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সেদিনের ভিডিও সহ একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি।
অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি
মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি (SSC) কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ তারিখে এই দুর্নিতীগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনি ভাবে সুপারনিউমারারি পোষ্ট… pic.twitter.com/JNOfciv3HV
— Suvendu Adhikari (@SuvenduWB) April 3, 2025
শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি। মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বারবার এসএসসি-কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনিভাবে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করেছিল। বিরোধী দল হিসেবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সাথে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবি জানিয়েছিলাম’।
আরও পড়ুনঃ ‘এদের উচিত…’! SSC মামলায় চাকরিহারাদের কী করতে হবে? জানিয়ে দিলেন বিকাশ, বড় হুঁশিয়ারি সুকান্তর
বিজেপি (BJP) বিধায়কের কথায়, তিনি সেবার যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে আদালতে জমা দেওয়ার কথা বলেছিলেন। নাহলে অযোগ্যদের জন্য যোগ্যরা বিপাকে পড়বেন ও তাঁদের পরিবারগুলি ভেসে যাবে বলে জানান তিনি। একইসঙ্গে সামাজিক সম্মানও নষ্ট হবে।
শুভেন্দু লেখেন, ‘আজ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর। অবিলম্বে মমতা ব্যনার্জীর পদত্যাগ ও গ্রেফতারের দাবি করছি’।
শুভেন্দুর (Suvendu Adhikari) পাশাপাশি এই চাকরি বাতিলের রায় নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, ‘আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে এই সিদ্ধান্ত নিয়েছে, ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেল, যারা ২০১৬ সাল থেকে চাকরি করছেন, পরিবার রয়েছে। আজ যোগ্য যারা, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাঁদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ২৬,০০০ মানুষের চাকরির বলিদান দিয়ে দিল। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী’। রামনবমী মিটলেই বিজেপি এর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পথে নামবে বলে জানান তিনি।