‘পিতৃ পরিচয় সঠিক থাকলে ঠুসে দেখাক’! হুমায়ুনকে ফালাফালা আক্রমণ শুভেন্দুর! তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্যের পাল্টা ‘ঠুসে দেওয়া’র হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই সঙ্গেই বিজেপি বিধায়ককে মুর্শিদাবাদে ঢুকতে না দেওয়ার কথাও বলেন তিনি। পরবর্তীতে এই জল অনেকদূর গড়ায়। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে শোকজ করা হয়ে হুমায়ুনকে। এই আবহে তাঁকে উদ্দেশ্য করে বড় ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

হুমায়ুনকে কী চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু (Suvendu Adhikari)?

গত ১৮ মার্চ রাজ্য বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে ভরতপুরের বিধায়ক বলেছিলেন, এবার থেকে দলের শৃঙ্খলা অনুসরণ করে চলবেন। তাঁর কথায়, ‘পুরনো কথা আর মনে করতে চাই না! যা বলেছি ভুলে যান। এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব’। এরপর সপ্তাহখানেক যেতে না যেতেই তাঁকে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘ও কে হরিদাস পাল? কে মালটা! যেদিন বলেছিল ঠুসে দেবে, সেদিনই আমি ওর সামনে দিয়ে গিয়েছি। ওর পিতৃ পরিচয় সঠিক থাকলে ঠুসে দেখাক!’ এই বিষয়ে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া দেননি হুমায়ুন। তবে তিনি মুখ খুললে ফের পরিস্থিতি আগের মতো হয় কিনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ একধাক্কায় বাড়বে ৫ ডিগ্রি তাপমাত্রা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে? একনজরে আবহাওয়ার খবর

উল্লেখ্য, এই তরজার সূত্রপাত গত ১১ মার্চ। বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, ‘এরা (তৃণমূল) পশ্চিমবঙ্গের হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। দিল্লিতে এই ঔদ্ধত্য কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও সেটাই হবে। ওদের দলের যে সকল মুসলিম বিধায়ক জিতে আসবে তাঁদের চ্যাংদোলা করে ১০ মাস পর এই রাস্তায় ফেলব!’

Suvendu Adhikari

পরের দিন শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্যের পাল্টা দেন হুমায়ুন। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘উনি যদি মারতে আসেন, তাহলে কি আমরা রসগোল্লা খাওয়াব নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, আর তাঁকে রসগোল্লা খাওয়াব না। যা উত্তর দেওয়ার সেটাই দেওয়া হবে। উনি আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব’। একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে মুর্শিদাবাদে না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর