বাংলায় মুসলিম জনসংখ্যা কত শতাংশ? শুভেন্দু অধিকারী যা বললেন … তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এই নিয়ে একটি সভা আয়োজিত হয়েছিল। সেখান থেকে ফের একবার ওপার বাংলায় (Bangladesh) হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি (BJP) বিধায়ক। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা নিয়েও মুখ খোলেন তিনি।

বাংলায় মুসলিম জনসংখ্যা নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বিরোধী দলনেতা এদিন দাবি করেন, বাংলাদেশের বর্তমান সরকার শুধুমাত্র হিন্দু নিধন এবং ৬০০ হিন্দু মন্দির ভেঙেছে সেটাই নয়, তারা সেদেশ থেকে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘৫১ সালের জনগণনার তথ্য তুলনা করলে আপনারা বুঝতে পারবেন, আমাদের দেশে ও আমাদের রাজ্যে কীভাবে জনবিন্যাস বদল করা হচ্ছে। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে ৩৩% হিন্দু ছিল। ৭১ সালে যখন বাংলাদেশ গঠন হয়, সেখানে ২২% হিন্দু ছিল। এখন সেই সংখ্যা কমে হয়েছে ৭.৫%’।

এরপর লাদেন এবং হামাস প্রধানের ‘নিধন’ প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু (Suvendu Adhikari)। পদ্ম নেতা বলেন, ‘যেভাবে আমেরিকা লাদেনকে শেষ করেছে, যেভাবে ইজরায়েল ভেতরে ঢুকে হামাসের প্রধানকে শেষ করে দিয়েছে। ঠিক সেই ভাবে এই জঙ্গিগুলোকে, এই অর্বাচীন সরকারকে উৎখাত করতে বিশ্বসমুদায় এগিয়ে আসবে এই আবেদন করব’।

আরও পড়ুনঃ ৩১ জানুয়ারির মধ্যে…! নতুন বছরেই নিয়োগ নিয়ে বড় খবর! মমতার উদ্যোগে ধন্য ধন্য করছে সকলে

সম্প্রতি মুসলিম জনসংখ্যা নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একটি মন্তব্য করেছিলেন। এদিন সেই মন্তব্যের রেশ টেনে শুভেন্দু বলেন, ‘জনাব ফিরহাদ হাকিম কয়েকদিন আগে বললেন, আমরা ভারতে ১৭% আর পশ্চিমবঙ্গে ৩৩%। উনি কীভাবে জানলেন ৩৩%? শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। সেই জনগণনা অনুযায়ী বাংলায় মুসলিম ২৭%। আর উনি বলছেন ৩৩%’।

Suvendu Adhikari

এরপরেই বিরোধী দলনেতা দাবি করেন, বাংলায় মুসলিম জনসংখ্যা ৩৫% হয়ে গিয়েছে। বিজেপি বিধায়কের কথায়, ‘আমরাও চোখে দেখতে পাচ্ছি। ৩৩% কেন, ওরা ৩৫% হয়ে গিয়েছে। উনি বলছেন, এত জনসংখ্যা বৃদ্ধি করো, যাতে আমরা এই রাজ্যেও সংখ্যাগরিষ্ঠ হই। আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই’।

শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেন, এমনটা হলে সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে না। শরিয়া আইন, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। বিরোধী দলনেতার কথায়, ‘তাহলে কী হবে বন্ধু? তখন ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি থাকবে? থাকবে না। তখন শরিয়া আইন, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোকে লাথি মেরে সর‍িয়ে এই ফিরহাদ হাকিম, জাভেদ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুনরা বলবে, আমাদের মুখ্যমন্ত্রী হবে। তোমরা যাও ভাগো’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর