বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকমাসে একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে বাংলাদেশ (Bangladesh)। নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। সম্প্রতি আবার ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। তার আঁচ ছড়িয়ে পড়িয়েছে ভারত সহ গোটা বিশ্বে। এর মাঝেই এবার বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, হাসিনাই ফের বাংলাদেশের দায়িত্ব নেবেন।
বাংলাদেশ নিয়ে বিরাট দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)!
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টানাপড়েন বৃদ্ধি পাচ্ছে। কখনও ইউনুস শিবির সুর চড়াচ্ছে, কখনও আবার পাল্টা তোপ দাগছেন বিএনপি নেতারা। এসবের মাঝে অবশ্য ‘ভারতবিদ্বেষ’ অব্যাহত। এই আবহেই এবার ওপার বাংলা নিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। এবার শেখ হাসিনাকে নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, ‘বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তায় ভবিষ্যতের বাংলাদেশ এগোবে’।
আরও পড়ুনঃ এই গাড়ি-বাইক চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! বর্ষশেষের রাতের আগেই বার্তা ট্রাফিক পুলিশের
এখানেই শেষ নয়! বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গেই খোঁচাও দিয়েছেন পদ্ম নেতা। শুভেন্দু বলেন, ‘একাত্তরে যারা পাকিস্তানকে সমর্থন করেছিল, যাদের জন্য ৩০ লক্ষ বাঙালি শহিদ হয়েছেন, যাদের জন্য ভারতবর্ষের কয়েক হাজার সেনা প্রাণ দিয়েছিল, সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা মৌলবাদ, জঙ্গিবাদের একটা চেষ্টা মাত্র’।
উল্লেখ্য, বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতবর্ষে রয়েছেন শেখ হাসিনা। ওপার বাংলার অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত চাইছে। এই নিয়ে টানাপড়েন অব্যাহত। অন্যদিকে এখনও জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। তাঁর জামিন জটিলতা এখনও কাটেনি। এর মাঝেই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ইতিমধ্যেই তাই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।