‘ধাপ্পাবাজ, চিটিংবাজ সরকার’! ‘ডেডলাইন’ বেঁধে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। নানান প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আনা হয়েছে। তবে এবার পাল্টা অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রের (Central Government) পাঠানো টাকা গ্রাহকদের কাছে না পৌঁছে বছরের পর বছর ধরে সুদ আদায় করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এমনই অভিযোগ আনলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

রাজ্য সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)!

এদিন বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে বসেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, ‘২০২৩ সালের ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। এই ধাপ্পাবাজ, চিটিংবাজ, ফেরেপবাজ সরকার দু’বছর সেই টাকার সুদ খেয়েছে। আশাকর্মীদের ফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে প্রায় ১০১ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। এই টাকার সুদে বিগত দু’বছর ধরে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়েছে রাজ্য সরকার। মেলা, খেলা ইত্যাদিতে খরচ করেছে’।

এখানেই না থেমে শুভেন্দু (Suvendu Adhikari) আরও দাবি করেন, গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীন লাইভলিহুড মিশনে নানান সংঘকে দেওয়ার জন্য প্রায় ৭০১ কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ ‘বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ’! কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ কল্যাণের

বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দু’টো কারণ আছে। এক, সুদ নিয়ে যাওয়া। যেমন ৮ কোটি টাকা নিয়ে লন্ডনে গিয়েছেন। আরও কিছু কাজ রয়েছে। যেমন, খেলা, মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন। উদ্দেশ্য হল, বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগে টাকাটা দেওয়া। তারপর চটিচাটা জেলাশাসকরা গিয়ে দাবি করবেন, মুখ্যমন্ত্রী এই টাকা দিলেন। এই প্রকল্পের নাম পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে আমরা অভিযোগ করব’।

Suvendu Adhikari press conference

এরপরেই কার্যত ‘ডেডলাইন’ বেঁধে দিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা বলেন, ‘আমি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, ৩১ মার্চের মধ্যে এই টাকা দিয়ে দিতে হবে। সেটা না হলে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা ১ এপ্রিল দিল্লি গিয়ে শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি দিল্লি থেকে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দাবি করবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর