বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে ‘শত্রু’ দেশে বন্দি হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। পহেলগাঁও কাণ্ডের আবহে ভুলবশত পাকিস্তানের মাটিতে চলে যান তিনি। সঙ্গে সঙ্গে আটক করে পাক রেঞ্জার্স। দুই দেশের মধ্যেকার উত্তেজনার আবহে পাক-ভূমে কেমন আছেন পিকে? সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিবারকে আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন তিনি।
পূর্ণমের শারীরিক অবস্থার খোঁজ দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)
এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু। রাজ্য বিজেপি কার্যালয়, ৬ মুরলীধর সেন লেনে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানে পূর্ণমের বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বিরোধী দলনেতা জানান, এদিন সকালেও বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন তিনি।
স্বামীকে ফেরানোর আশায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পূর্ণমের স্ত্রী রজনী। এই নিয়েও এদিন খোঁচা দেন শুভেন্দু। বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনেক পরে ঘুম ভেঙেছে। আমরা প্রথম দিন থেকে খোঁজখবর নিচ্ছি। আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং গিয়ে ওনার মা-বাবার সঙ্গে কথা বলেছেন। আমাদের বিধায়করা ওনার বাড়ি গিয়েছেন। আমরা প্রত্যেকদিন যোগাযোগ রেখেছি’।
আরও পড়ুনঃ জুলাইয়ে কত শতাংশ বাড়বে সরকারি কর্মীদের DA? সামনে এল হাতেগরম আপডেট
নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘আজ সকালেও বিএসএফের ডিজির সঙ্গে আমার কথা হয়েছে… বিএসএফ আমায় আশ্বস্ত করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ফিরিয়ে আনা হবে। ওনারা সম্পর্কে রয়েছেন। উনি (পূর্ণম) সুস্থ আছেন, ওনার কোনও শারীরিক সমস্যা নেই’। পূর্ণমকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকার ও বিএসএফ যথেষ্ট কাজ করছে বলে জানান তিনি।
এছাড়াও শুভেন্দু এদিন বলেন, ‘বিএসএফের ডিজি আশ্বস্ত করেছেন, বর্তমানে যেহেতু সংঘর্ষ বিরতির মতো পরিস্থিতি চলছে, সেই কারণে এই বিষয়ে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত ও ব্যবস্থা নেবে। আমি পরিবারের কাছেও এই বার্তা পাঠিয়েছি’।
পিকে-র পাশাপাশি কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মণকে নিয়েও এদিন বার্তা দেন শুভেন্দু। সম্প্রতি বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে আটক হন তিনি। উকিলের বিষয়েও উদ্যোগ নিয়েছেন বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা। তাঁকেও দেশে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান ইস্যুতে বর্তমানে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে পাক-ভূমে বন্দি বাঙালি জওয়ান পূর্ণম। তিনি কেমন আছেন, তাঁকে আদৌ ছাড়া হবে কিনা এসব চিন্তায় উৎকণ্ঠায় ভুগছে গোটা পরিবার। এই পরিস্থিতিতে আশ্বাস বাণী শোনালেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই সঙ্গেই বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক উকিলকে নিয়ে বড় বার্তা দিলেন তিনি।