বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা তিনি। এবার সেই শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। গাড়িতে ধাক্কাধাক্কি, লঙ্কার গুঁড়ো ছেটানো সহ হেনস্থার অভিযোগ এনেছেন তিনি।
শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগের ভিত্তিতে তদন্তে নামল পুলিশ!
বিধানসভায় (West Bengal Assembly) বলতে বাধা দেওয়ার অভিযোগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে বুধবার সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা। এটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেটি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
শুভেন্দুর কর্মসূচির পাল্টা তৃণমূলের তরফ থেকে দু’টি পথসভার ডাক দেওয়া হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গতকালের মিছিল থেকেই বিজেপি বিধায়ক দাবি করেন, ‘সরাসরি হামলা করছে। বাংলায় কোনও গণতন্ত্র নেই’। বিরোধী দলনেতার গাড়িতে তৃণমূলি হামলার অভিযোগে আজ বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! এবার মহিলাদের ২১০০ টাকা দেবে রাজ্য সরকার! কারা সুবিধা পাবেন?
এসবের মাঝেই জানা গেল বারুইপুরে তাঁর মিছিলে (Baruipur Rally) হামলা চালানোর অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। বারুইপুর পুলিশ জেলায় ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী। গতকাল রাত ১১টা নাগাদ ইমেল করে অভিযোগ জানানো হয় বলে খবর। সেখানে সম্পূর্ণ ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে, লঙ্কার গুঁড়ো ছেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। গতকাল যে রাস্তা দিয়ে শুভেন্দুর মিছিল গিয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিনে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দুর (Suvendu Adhikari) এই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশের তরফ থেকে নিজস্ব ভিডিও টিম পাঠানো হয়েছিল। ভিডিও রেকর্ডিং করা হয়েছে। বিরোধী দলনেতা যেখানে যেখানে গিয়েছিলেন, যে এলাকায় তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে, যেখানে তিনি সভা করেছিলেন সবটাই ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আদতে কী ঘটেছে সেটাই দেখছেন তদন্তকারীরা।