বাংলা হান্ট ডেস্কঃ বিরল রোগে আক্রান্ত রানাঘাট নিবাসী ছোট্ট অস্মিকা। এবার তাঁর পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার তাঁদের বাড়ি গিয়ে অস্মিকার মা-বাবার সঙ্গে কথা বলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। এরপর শিশুকন্যার চিকিৎসার জন্য একটি চেক তুলে দেন তিনি।
অস্মিকার গালে হাত দিয়ে আদর করেন শুভেন্দু (Suvendu Adhikari)!
জন্মের পর থেকেই একটি জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা। চিকিৎসার জন্য দরকার বিপুল অর্থ। সেই কারণে মেয়ের চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেন অস্মিকার মা-বাবা। তাঁদের সাহায্যের আর্তি শুনে এগিয়ে আসেন বহু মানুষ। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেকেই নিজেদের সাধ্যমতো সাহায্য করেন। এবার সেই তালিকায় জুড়ল শুভেন্দুর নাম।
সোমবার নদিয়ার নানান জায়গায় দলীয় কর্মসূচি ছিল শুভেন্দুর (Suvendu Adhikari)। সেগুলি সেরে ছোট্ট অস্মিকার বাড়ি যান তিনি। অস্মিকার মা-বাবার সঙ্গে কথা বলার পাশাপাশি খুদের গালে হাত দিয়ে আদর করতে দেখা যায় নন্দীগ্রামের বিধায়ককে। এরপরেই অস্মিকার চিকিৎসার জন্য বিধায়ক হিসেবে পাওয়া নিজের বেতন থেকে ১০ লক্ষ টাকা তুলে দেন তিনি।
আরও পড়ুনঃ ‘চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন’! সায়ন্তিকাকে ‘শ্রেষ্ঠ বিধায়ক’ তকমা দিতেই সৌগতকে খোঁচা ব্রাত্যর
সেই ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছেন শুভেন্দু। লিখেছেন, ‘রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণীর দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে ছোট্ট অস্মিকা একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগ উপশমের জন্য একটি ইঞ্জেকশনের প্রয়োজন, যা অত্যন্ত দামি। মধ্যবিত্ত পরিবারের সন্তান শুভঙ্কর ও লক্ষ্মী মেয়ের চিকিৎসার জন্য এই অর্থ জোগাড় করতে সকলের কাছে আবেদন করেছিলেন’।
শুভেন্দু (Suvendu Adhikari) আরও লেখেন, ‘আজ আমার বিধায়ক হিসেবে পাওয়া বেতনের থেকে ১০ লক্ষ টাকা আমি ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য শুভঙ্করবাবুর হাতে তুলে দিলাম। এখনও প্রায় দেড় কোটি টাকা ওনাদের প্রয়োজন। আমি সকলের কাছে আবেদন করছি সকলে ছোট্ট অস্মিকার জন্য এগিয়ে আসুন। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ছোট্ট ফুটফুটে অস্মিকার ভবিষ্যৎ নিশ্চিতভাবেই আরও সুন্দর হয়ে উঠবে’।