বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের (SSC Recruitment Scam) উদ্দেশে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এবার এই নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করলেন? প্রশ্ন তুলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।
মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন শুভেন্দুর (Suvendu Adhikari)
মমতা গতকাল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আগামী ৩১ মে-র মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে। ৩০ মে বিজ্ঞপ্তি জারি হবে। ১৬ জুন থেকে ১৪ জুলাই অবধি অনলাইনে আবেদন করা যাবে। ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ ও ২০ নভেম্বর থেকে কাউন্সেলিং হবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির পর মোট ৪৪,২০৩টি পদে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারাদের একটি অংশ। সেই সঙ্গেই মমতার সাংবাদিক বৈঠক করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু।
গতকাল বিকেলে বিজেপির (BJP) তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আসলে অশ্বত্থামা হত, ইতি গজ। সুপ্রিম কোর্ট তো স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী কেন সেকথা ঘোষণা করলেন?’
আরও পড়ুনঃ নিম্নচাপ ও প্রাক বর্ষার জের! রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ?
শুভেন্দু বলেন, এসএসসি (School Service Commission) একটি স্বশাসিত সংস্থা। অন্যদিকে মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ‘এটা বেআইনি। এর বিরুদ্ধে আমি আদালতে যাব’, বলেন বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, এই প্রথম নয়, এসএসসি চাকরি বাতিল কাণ্ডে এর আগেও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। এর আগে এই চাকরি বাতিলের দায় পশ্চিমবঙ্গ সরকার ও এসএসসির ওপর চাপিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে নতুন নিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করার পর তার এক্তিয়ার নিয়ে বড় প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।