জোর বিপাকে শুভেন্দু? ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে…! আইনি নোটিশ পাঠালেন শওকত

বাংলা হান্ট ডেস্কঃ একজন রাজ্যের বিরোধী দলনেতা, অন্যজন শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক। এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা (Saokat Molla)। সম্প্রতি ক্যানিং থেকে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি গ্রেফতার হয়েছেন। তার প্রেক্ষিতে বিজেপি বিধায়ক শুভেন্দু দাবি করেন, জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন শওকত। এবার তার সেই মন্তব্যের জন্যই তাঁকে আইনি নোটিশ ধরালেন ক্যানিং পূর্বের বিধায়ক।

শুভেন্দুকে (Suvendu Adhikari) আইনি নোটিশ পাঠালেন শওকত!

ক্যানিং থেকে জাভেদ মুন্সি গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। তাঁর গ্রেফতারির পর বিজেপিকে আক্রমণ শানান শওকত। শুভেন্দুর উদ্দেশে ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, ‘বাংলায় জঙ্গি প্রবেশের দায়ভার কার? সীমান্তরক্ষা বাহিনী কী করছে? দায়ভার তো কেন্দ্রের’।

এরপর শওকতের সেই মন্তব্যের পাল্টা দেন শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, ‘শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ শওকত মোল্লাও আর একটা জঙ্গি। কারা জাভেদ মুন্সিকে নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেই কারণে আতঙ্কিত’।

আরও পড়ুনঃ বাড়বে টাকা…! লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার, নয়া বছরেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের জন্যই তাঁকে মানহানির নোটিশ দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক। শুভেন্দুকে মানহানির নোটিশ ধরিয়েছেন শওকত। তাঁকে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে বিজেপি বিধায়ককে ক্ষমা চাইতে হবে।

Suvendu Adhikari Saokat Molla

শওকত এই বিষয়ে বলেন, ‘বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। উনি যদি ক্ষমা না চান ও সদুত্তর না দেন তাহলে ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব’। উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূল নেতা (বর্তমানে সাসপেন্ডেড) আরাবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিশ ধরিয়েছিলেন শওকত। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে (Suvendu Adhikari) আইনি নোটিশ ধরালেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর