বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গি নিশানায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এরপরেই ঢেলে সাজানো হল বিজেপি (BJP) বিধায়কের নিরাপত্তা। শুভেন্দুর ওপর জঙ্গি হামলা হতে পারে, এই খবর সামনে আসার পরেই নেওয়া হল একগুচ্ছ পদক্ষেপ।
শুভেন্দুর (Suvendu Adhikari) সুরক্ষায় বিশেষ নজর!
বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছে বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতি। সেই আবহে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক তথ্য! জানানো হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার ওপর জঙ্গি হামলা হতে পারে। এরপরেই জানা গেল একগুচ্ছ পদক্ষেপের কথা। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিজেপি বিধায়কের প্রত্যেকটি সভায় ‘ডি জোন’ থাকতে হবে। অর্থাৎ পদ্ম নেতার আশেপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে। নজর থাকবে কেন্দ্রীয় গোয়েন্দাদের।
সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিছিল, সভা কিংবা কোনও ‘আউটডোর’ কর্মসূচির ক্ষেত্রে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াত্র এবং শিল্ড থাকবে। সভা শেষ হওয়ার পর মঞ্চের নীচে দাঁড়িয়ে কোনও কথা বলবেন না শুভেন্দু (Suvendu Adhikari)। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও মঞ্চ থেকেই দেবেন।
আরও পড়ুনঃ বছর শেষে ওলটপালট! TRP-তে ছক্কা হাঁকাল গীতা-জগদ্ধাত্রী! বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে
এছাড়া জানা যাচ্ছে, ফের মহিলা নিরাপত্তারক্ষী ফিরিয়ে আনার বন্দোবস্ত হতে পারে। বিধানসভার ক্ষেত্রে বাইরে নিরাপত্তারক্ষী থাকে। তবে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক যখন বিধানসভায় প্রবেশ করবেন, সেই সময় গেটের সামনে যাতে ভিড় না জমে, সেদিকে এবার থেকে নজর রাখা হবে। প্রোটোকলে বলা হয়েছে, এবার থেকে কেউ শুভেন্দুর সঙ্গে নিজস্বী তথা সেলফি তুলতে এলে নিরাপত্তারক্ষীরা তাঁর তল্লাশি করবেন।
বিধানসভা, সভা, মিছিলের পাশাপাশি রাস্তায় যাতায়াতের সময়কার নিরাপত্তা বেষ্টনীও আরও পোক্ত করা হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে ২২ জনের সশস্ত্র বাহিনী থাকবে। কনভয় যখন কোনও সিগন্যালে দাঁড়াবে, সেই সময় সামনে, পিছনে ও দু’পাশে ভিআইপি গাড়ি ঘিরে থাকবে সিকিউরিটি গাড়ি। পরিস্থিতি বুঝে স্পর্শকাতর এলাকার ক্ষেত্রে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা হতে পারে বলে খবর।
রিপোর্ট বলছে, এর আগে প্রত্যেক ১২ ঘণ্টা অন্তর শুভেন্দুর (Suvendu Adhikari) গতিবিধি এবং কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে হতো। তবে এবার তা প্রত্যেক ঘণ্টায় জানাতে হবে বলে খবর। সব মিলিয়ে, শুভেন্দুর নিরাপত্তা সুনিশ্চিত করতে যে কোনও খামতি রাখা হচ্ছে না তা বেশ পরিষ্কার।