‘হামলার মুখে পড়েছিলাম, ওইদিনই আমার মৃত্যু হতো’! কোন ঘটনা শেয়ার করলেন শুভেন্দু?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে শাসক-বিরোধীদের মধ্যে শুরু হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। তৃণমূল (Trinamool Congress), বিজেপির (BJP) মধ্যে বাগযুদ্ধ চলছে। এই আবহে বুধবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই বছর চারেক পুরনো এক ঘটনার উল্লেখ করে বিস্ফোরক দাবি করেন তিনি।

‘ওইদিনই আমার মৃত্যু হতো’: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এরপর বৃহস্পতিবার সেখানকার নেতা, কর্মীদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। সেখানেই একুশের বিধানসভা ভোট পরবর্তী একটি ঘটনার কথা তুলে ধরেন তিনি।

২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করেন বিজেপি নেতা। ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। এদিন সেই নির্বাচনের প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘ফল প্রকাশের পর হলদিয়ায় শংসাপত্র নিতে এসে হামলার মুখে পড়েছিলাম। ওইদিনই আমার মৃত্যু হতো, বুলেটপ্রুফ গাড়ি ছিল বলে প্রাণে বাঁচি’।

আরও পড়ুনঃ শুভেন্দু জিতলে ২৫,০০০ টাকা বকশিস! তৃণমূল বিধায়কের ঘোষণায় তোলপাড় বাংলা

শুভেন্দু দাবি করেন, ২০১১ সালে বাংলায় পালাবদলের নেপথ্যে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অবদান নেই। সময়ের ডাকের জন্যই রাজ্যে পরিবর্তন এসেছিল। ফের সময়ের ডাক এসেছে। রাজ্যবাসী আবারও পরিবর্তন চাইছে বলে দাবি করেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

এরপরেই রাজ্য সরকারকে (Government of West Bengal) আক্রমণ শানিয়ে বিজেপি বিধায়ক বলেন, তৃণমূল সরকার আমায় রাস্তায় নামতে দেয় না। সেই জন্য ৭৪ বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। সিঙ্গুর প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য ভদ্র লোক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ দিন সিঙ্গুরে রাস্তা বন্ধ করে রেখেছিল। জ্যোতিবাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যেত’।

এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি ত্যাগী বিধায়ক তাপসী মণ্ডলকে নিয়েও মুখ খোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘ও আমাদের অ্যাসেট নয়, লায়েবিলিটি ছিল। ক্ষমতার লোভে তৃণমূলে গিয়েছে, ওকে ললিপপ ধরিয়ে দিয়েছে’। ছাব্বিশের ভোটে হলদিয়া থেকে তাপসীকে টিকিট দেওয়া হবে না বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর