বারুইপুরে দুই কাশ্মীরির ঠিকানায় চলছে ‘সন্দেহজনক’ কার্যকলাপ? বোমা ফাটালেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা (Kashmir Terror Attack) হয়েছে। নিরীহ পর্যটকদের গুলি করে খুন করেছে জঙ্গিরা। পরিবারের সামনেই অনেকের প্রাণ নেওয়া হয়েছে। পহেলগাঁও-কাণ্ডে (Pahalgam Terror Attack) বর্তমানে তোলপাড় গোটা দেশ। এই আবহে বারুইপুরে দুই কাশ্মীরির কার্যকলাপ নিয়ে ‘সতর্ক’ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার রাজ্য পুলিশ ও এনআইএ-কে ট্যাগ করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা।

আগেভাগেই ‘সতর্ক’ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)!

এদিন দুপুর ১২টার পর নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে জানান, স্থানীয় সূত্র মারফৎ তিনি জানতে পেরেছেন বারুইপুরে দু’জন কাশ্মীরি থাকছেন। তাঁদের ঠিকানাও নিজের পোস্টে তুলে ধরেছেন শুভেন্দু। সেই সঙ্গেই দাবি করেছেন, ওই বাড়ির ছাদে ন্যানোবিম ২এসি কমপ্যাক্ট ও হাই পারফরম্যান্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্রিজ বসানো হয়েছে। যা কিনা দ্রুত গতির, দূরবর্তী ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে কাজে আসে।


শুভেন্দু এদিন লেখেন, ‘আমার একজন স্থানীয় সূত্র খবর দিয়েছে, বারুইপুরের কে এম রায় চৌধুরী রোডে, রাস মাঠের পাশে নীরঞ্জন অ্যাপার্টমেন্টের ২ নং ব্লকের ১এফ ফ্ল্যাটে দু’জন কাশ্মীরি থাকছেন। তাঁরা ছাদে একটি ন্যানোবিম ২এসি কমপ্যাক্ট ও হাই পারফরম্যান্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্রিজ বসিয়েছে। যা কিনা দ্রুত গতির, দূরবর্তী ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে দক্ষ ও নির্ভরযোগ্য সমাধান প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে’।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর জয়জয়কার! কত নম্বরে ফুলকি-পরিণীতা? রইল হাতেগরম TRP তালিকা

এরপরেই রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন শুভেন্দু। কোনও সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার তিনজন। এই পরিস্থিতিতে বারুইপুরে দু’জন কাশ্মীরি রয়েছেন বলে জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁদের আবাসনে কোনও ‘সন্দেহজনক’ কার্যকলাপ চলছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X