‘ফোন খোলা রাখুন, মাঝরাতে ডাক পেলে বেরিয়ে পড়ুন’! যুদ্ধের আবহেই বিরাট বার্তা শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর থেকেই ‘অ্যাকশনে’ কেন্দ্র। মঙ্গলবার গভীর রাতে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে নিধন করা হয় জঙ্গিদের। এই আবহে জিহাদিদের চামড়া গুটিয়ে দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই হিন্দুদের এক হওয়ার কথাও বলেন তিনি।

যুদ্ধের আবহেই বিরাট বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)!

সাম্প্রতিক অতীতে রাজ্যের নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ কাণ্ডে তেতে উঠেছে রাজ্য। হিন্দুদের ওপর অত্যাচারে সরব হয়েছে বিজেপি। এবার মোথাবাড়ি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের হিংসার ঘটনায় নিপীড়িতদের সামনে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ‘জাতপাত ভুলে যান, রাজনীতি দূরে রাখুন, হিন্দুরা এক হন’, বলেন তিনি।

শুভেন্দুর কথায়, ‘আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি। মোথাবাড়ি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের লোকেরা প্রমাণ করে দিলেন, হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয়। হিন্দুদের কেনা যায় না। হিন্দুরা পুলিশকে, মামলাকে ভয় পায় না। এই লড়াই হবে, হিসেব আমরা নেব’।

আরও পড়ুনঃ ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে বড় স্বস্তি রাজ্যের! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হিন্দুরা জোট বেঁধে ‘হিন্দু বিরোধী’ সরকার হটানোর ডাক দেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। ‘শুধু বদল নয়, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বদলাও নেব। আপনাদের কাছে আমি এই প্রতিশ্রুতি রাখলাম’, বলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari on West Bengal Police

এদিন মঞ্চে দাঁড়িয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন শুভেন্দু। সেই সঙ্গেই ‘দুনিয়ার হিন্দু এক হও’, ‘জিহাদিদের চামড়া, গুটিয়ে দেব আমরা’র মতো স্লোগানও শোনা যায় তাঁর কণ্ঠে। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে গলা মেলায় উপস্থিত জনতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘জালি হিন্দু’ বলে এদিন কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘জালি হিন্দু মমতা নিপাত যাক। হিন্দু বিরোধী সরকার, আর নেই দরকার। দুনিয়ার হিন্দু এক হও… জাতপাত ভুলে যান, রাজনীতি দূরে রাখুন, হিন্দুরা এক হন’।

শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, ‘ফোন খুলে রাখুন, মাঝরাতে ডাক পেলে বেরিয়ে পড়ুন। তাহলেই বুঝব হিন্দু লড়তে জানে’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X