বাংলা হান্ট ডেস্কঃ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হল। এদিন সকালেই আবার কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কর্মসূচি শেষ হওয়ার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন তিনি। সেই সঙ্গেই রাজ্য সরকারের সমালোচনাতেও সরব হন।
‘পুরো সরকার দিঘায় তুলে আনা হয়েছে’! বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)
বড়বাজারের অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যের কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। পুরো সরকারকে দীঘায় তুলে আনা হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাঁরা আমাদের অতিথি ছিলেন। ১৫ বলছি, মৃত্যুর সংখ্যা ২৫ অবধি গড়াতে পারে। আমি এক্স হ্যান্ডেলে ৯:১০-এ দিয়েছি। ৯:৩০ টায় প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। কিন্তু ওনার অনীহা! চটি চাটাদের নিয়ে ফূর্তি করতে গিয়েছেন।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, পুরো সরকার দিঘায় তুলে এনে ২৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে মন্দির নাম দিয়েছেন। শ্রী জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করেছেন। রাধারমনের আসল নাম রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইসকন হয় না। সনাতনী কাজ সকলকে দিয়ে হয় না। জগন্নাথ তো সিগন্যাল দিচ্ছিলেন… ধর্ম বিরোধী কাজ করলে ঈশ্বর মেনে নিতে পারেন না।
আরও পড়ুনঃ এখনও মেলেনি বহু প্রশ্নের উত্তর! আরজি কর মামলায় CBI-কে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
এদিন কাঁথিতে সনাতনী হিন্দুদের যে সম্মেলন আয়োজিত হয়েছিল সেই নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। যদিও তাতে কোনও লাভ হয়নি। এদিন সকালেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই নিয়ে বিজেপি (BJP) বিধায়ক বলেন, অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। এ জ্বালা বিশাল জ্বালা। সাজতে এসেছিল হিন্দু আমরা বানিয়েছি জালি হিন্দু। রেড রোডে হিজাব পড়ে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, জালি কোথাকার!
এদিন সকালে জানা যায়, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) আসবেন। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে শুভেন্দু কোনও মন্তব্য করতে চাননি। আপনি হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করবেন আমি উত্তর দেব। সরকারের সমালোচনা বলবেন আমি উত্তর দেব। দলের যদি কোনও অবস্থান থেকে থাকে, দলের দায়িত্বশীল ব্যক্তি সে বিষয়ে বলবেন। কোন ব্যক্তি, তিনি কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না, আমি উত্তর দেব না।
কাঁথিতে বিতর্কিত পোস্টার নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপি বিধায়ক বলেন, আমি মমতার মতো ভাত খেয়ে ইফতার করতে যাইনি। আমি টুপি পড়িনি। মাথায় রুমাল দিতাম। আমি কাউন্সিলর ছিলাম, বিধায়ক ছিলাম। কিন্তু অন্যের ধর্মীয় আচার-আচরণ পালন করিনি। এই রকম রুমাল দিয়ে হিজাব করিনি কোনদিনও। পুরনো কাসুন্দি ঘাঁটলে এত দুর্গন্ধ বেরোবে ওরা কিন্তু ঘর থেকে বেরোতে পারবে না। কংগ্রেস যখন লাথি মেরে বের করে দিয়েছিল মমতাকে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। অটল বিহারী, লালকৃষ্ণ আদবানির পা ধরে মমতা বসে আছে এরকম হাজারটা ছবি কাল মেরে দেব!