বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে গত কয়েকদিনে রাজ্যের নানান প্রান্ত অশান্ত হয়ে উঠেছে। মালদা থেকে মুর্শিদাবাদ, বহু জায়গায় দেখা গিয়েছে অশান্তির ছবি। এই আবহে রাজ্যবাসীর উদ্দেশে ‘শান্তির আবেদন’ করে খোলা চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিজেপি ও আরএসএসকে নিশানা করেন তিনি। এবার তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী’, দাবি করেন তিনি।
মমতার ‘শান্তির আবেদনে’র পাল্টা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)!
মমতা নিজের ‘শান্তির আবেদনে’ সরাসরি বিজেপি, আরএসএসকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএস-ও আছে। আমি আগে আরএসএস-এর নাম নিইনি। কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে’।
এখানেই না থেমে মমতা আরও লেখেন, ‘বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে, তা মিথ্যা ও সংকীর্ণ। তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা দাঙ্গা বাধাতে চায়… ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়’।
আরও পড়ুনঃ সমস্যা দূর করতে উদ্যোগী নবান্ন! চালু করা হল দু’টি হোয়্যাটসঅ্যাপ নম্বর! কী জন্য জানেন?
এবার মুখ্যমন্ত্রীর এহেন দাবির পাল্টা দিলেন শুভেন্দু। রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি দীর্ঘ পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে লেখেন, ‘পরপর বেশ কিছু ঘটনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভণ্ডামি উন্মোচিত হচ্ছে… উনি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য বিষ, ঘৃণা ছড়াচ্ছেন’।
In a shameless spate of events, the hypocrisy of the Chief Minister of West Bengal is getting even more unraveled. She is misusing her official position and in garb of issuing a so-called “Peace Message” (mis)using her letter head. She is spewing venom, hatred while doing vote… pic.twitter.com/Lc6zXZdiGE
— Suvendu Adhikari (@SuvenduWB) April 20, 2025
বিজেপি (BJP) বিধায়ক দাবি করেন, মুখ্যমন্ত্রী নিজের ‘তথাকথিত শান্তির বার্তা’র মাধ্যমে জনসাধারণকে বিজেপি, আরএসএস ও সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। শুভেন্দুর কথায়, ‘হিন্দুদের জাতিগত নিধনের জন্য উনি মিথ্যেভাবে সঙ্ঘ পরিবারকে দোষারোপ করতে চাইছেন। যা কিনা অযৌক্তিক ও বিরোধপূর্ণ অভিযোগ। একটি শিশুও জানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় সমর্থক ও রক্ষক হল সঙ্ঘ পরিবার’।
নিজের পোস্টের শেষে শুভেন্দু ফের একবার মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন। সেই সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগও করেছেন বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, অশান্তি-ইস্যুতে বর্তমানে উত্তাল বাংলা। মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমতাবস্থায় রাজ্যবাসীর উদ্দেশে ‘শান্তির আবেদন’ জানান মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি, আরএসএসকে নিশানা করতেই পাল্টা ফুঁসে উঠলেন শুভেন্দু (Suvendu Adhikari)। মমতার চিঠির ছবি শেয়ার করেই সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা।