বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মাঝেই শিরোনামে উঠে এসেছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলা। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘সবাই যোগ্য, শুধু একজনই অযোগ্য’, দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
নিয়োগ দুর্নীতিতে কাকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)?
গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বর্তমানে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন চাকরিহারারা। এর মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি ছিল। এবার প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, আগেও বলেছি আর এখনও বলছি। এসএসসিতেও শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্য ছিল আছে। এখানেও ব্যতিক্রম নয়। আমাদের বক্তব্য হল, অযোগ্যদের তালিকা রাজ্য আদালতে দিচ্ছে না বলে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের রায় মেনে নিলে সাত হাজারের চাকরি যেত। বাকি ১৯ হাজারকে আজ পথে বসতে হতো না।
আরও পড়ুনঃ টিটাগড় বিস্ফোরণে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! কে এই আরমান? আসল পরিচয় চমকে দিতে পারে
বিজেপি (BJP) বিধায়ক বলেন, প্রাথমিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় যেমন অনেকে চাকরি পেয়েছেন, তেমনই সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়েও কয়েক হাজার প্রার্থীর নিয়োগ হয়েছে। আমরা একাধিকবার বলেছি, মুখ্যমন্ত্রী যোগ্য-অযোগ্যর তলিকা দেবেন না। কারণ উনি চুরি করেছেন ও ধরা পড়েছেন।
বিধানসভা ভোটের কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, ৮ মাস পর ফের নির্বাচন। কোনও যোগ্য-অযোগ্য বাছতে হবে না। অযোগ্য একজনই, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে নির্বাচনে বাতিল করে দিন। সবাই যোগ্য, একজনই অযোগ্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এবার এই নিয়েই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। ছাব্বিশের ভোটের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ‘বাতিল’ করার ডাক দিলেন তিনি।