‘মাথায় ঝুঁটি, লম্বা লম্বা দুল… মাইন্ড সেট হয়ে আছে, টুকরে টুকরে গ্যাং’! যাদবপুর নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিকেলে কলকাতায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’য়ের দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। একটি গণ সংগঠনের উদ্যোগে আয়োজিত সেই মিছিলে বিজেপির নেতা, কর্মীদের একাংশ কালি ছেটান বলে অভিযোগ। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই আবহে যাদবপুরকে (Jadavpur University) ঝাঁঝালো আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক।

‘এদের মাইন্ড তো সেট হয়ে রয়েছে, টুকরে টুকরে গ্যাং’: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

গতকালের কর্মসূচি নিয়ে একদিকে যেমন বিজেপির নেতা, কর্মীদের একাংশের বিরুদ্ধে কালি ছেটানোর অভিযোগ উঠেছে, তেমনই পাল্টা সরব হয়েছে পদ্ম শিবিরও। তাদের দাবি, উদ্যোক্তাদের পিছনে যাদবপুরের বামেরা রয়েছে। এরা আদতে দেশ বিরোধী। সেই বিষয়ে কথা বলতে গিয়েই সুর চড়ান শুভেন্দু।

বিজেপি বিধায়ক বলেন, ‘অনেক লড়াই করে যাদবপুরে ভারত মাতার পুজো করতে হয়, রাম নবমী পালন করতে হয়। ওখানে বন্দে মাতরম গাওয়াতে পারবেন না। মাথায় ঝুঁটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁ*জা খায়, কথায় কথায় গান আর গিটার! এদের মাইন্ড তো সেট হয়ে রয়েছে, টুকরে টুকরে গ্যাং!’

আরও পড়ুনঃ AIDSO-র বিকাশ ভবন অভিযান! পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধস্তাধস্তি, উত্তপ্ত বিধাননগর

এরপরেই উত্তর প্রদেশ, অসমের ব্লিচিং, ফিনাইল দিয়ে যাদবপুর (JU) পরিষ্কার করার কথা বলেন শুভেন্দু। বলেন, ‘ভারতে, পশ্চিমবঙ্গে এই ধরণের জিনিস চলতে পারে না। এর জন্য তো বিজেপিকে আনতে হবে। আমাদের কাছে দামি ব্লিচিং পাউডার, ফিনাইল রয়েছে। উত্তর প্রদেশ, অসমে ব্যবহার করে ভালো সাফল্য পাওয়া গিয়েছে। ওই ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে যাদবপুর পরিষ্কার করব, এরপর আলিমুদ্দিন!’

suvendu adhikari

শুভেন্দুর (Suvendu Adhikari) তরফ থেকে ঝাঁঝালো আক্রমণ করা হলেও এখনও অবধি বামেদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর। তবে যাদবপুরকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X