বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের এক রায়ে চাকরিহারা হয়েছেন ২৫,৭৫৩ জন। এরপর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন বিরোধীরা। এবার যেমন এই নিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বুধবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে সভা করেন শুভেন্দু। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর সরকারকে নিশানা করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, তোমরা চাকরিপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছো। চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
শুভেন্দুর দাবি, ২০২২ সালের ৫ মে মন্ত্রীসভার বৈঠকে অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের তরফ থেকে বলা হয়েছে, অতিরিক্ত পদ তৈরির পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত, সিবিআই চাইলে তাঁদের হেফাজতে নিতে পারে। সেদিনের বৈঠকে যারা হাজির ছিলেন তাঁদের হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছি আমি। চোরেদের চাকরি বৈধ করার জন্য ওই বৈঠক করা হয়।
আরও পড়ুনঃ বাতিল ২৬ হাজার চাকরি, স্কুলের পঠনপাঠন চলবে কিভাবে? এবার বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
এখানেই শেষ নয়, গতকাল ‘সুকান্ত গড়’ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ‘প্রাক্তন’ করার হুঙ্কারও দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু বলেন, ১৯৫৬ ভোটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলাম। এবার আমি আর সুকান্ত মজুমদার মিলে ওনাকে প্রাক্তন বানাবো। চোরেদের রানি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়! হাই কোর্টের রায়ে এটা প্রমাণিত। ইতিমধ্যেই অর্ধেককে জেলে ঢোকানো হয়েছে। তৃতীয়বার কেন্দ্রে সরকার তৈরির পর বাকিদেরও ঢোকানো হবে। বাংলা থেকে তৃণমূল সরকার সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করব, লিখে রাখুন।
এদিনের সভা থেকে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথাও শোনা যায় শুভেন্দুর মুখে। বিজেপি নেতা বলেন, রাজ্যে যেদিন থেকে বিজেপি ক্ষমতায় আসবে, তার পরের মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এটা লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। সেই সঙ্গেই আমরা সরকারি কর্মচারী কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করব। প্রত্যেক বছর এসএসসি হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পর ওএমআর শিটের কপি চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে। কেবলমাত্র মেধার ভিত্তিতে রাজ্যে শিক্ষক নিয়োগ হবে।