বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অপমান! এবার এই নিয়ে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খোলেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, শুধু খাবার নয়, ওদের আর কী কী বন্ধ করি দেখুন।
বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)!
সাংবাদিকদের তরফ থেকে এদিন রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করা হয়, সন্ন্যাসীদের পেট্রাপোল অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ওরা বাংলাদেশের (Bangladesh) খাবার বন্ধ করতে গিয়েছে। বিজেপি (BJP) নেতার উত্তর আসে, ‘যারা ভারতের পতাকায় পা দিয়েছে, শুধু খাবার নয়, আপনারা দেখুন ওদের আর কী কী বন্ধ করি’।
শুভেন্দু এদিন জানান, সবার আগে দেশ। ‘ওদের’ চিকিৎসাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন, পাশাপাশি মমতার পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ নববর্ষের আগেই ধাক্কা! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জোর ঝটকা দিল সরকার
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আমার পরিবারের বিপিন অধিকারী ৮ বছর জেলবন্দি ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। ৬০ সালে আমার মা বরিশাল থেকে এখানে আসেন। অত্যাচার আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে স্বাধীনতার মর্ম বুঝবেন?’
শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সনাতন বোর্ড গঠনের আর্জি জানানো উচিত। একইসঙ্গে লাভ জিহাদের বিরুদ্ধে, ধর্মান্তকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিল আনা উচিত বলেন দাবি করেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, ‘গোটা পৃথিবী এনআরসি রয়েছে। আমাদের দেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি থেকেও এনআরসির দাবি উঠবে। এনআরসি হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু-মুসলমান নয়, এটা ভারতীয়দের নিজস্ব বিষয়’।