বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত, সেই সময়ই কলকাতায় ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। প্রাণ বাঁচাতে লাফ দিতে গিয়ে মৃত্যু হয় একজনের। পরবর্তীতে জানা যায়, ছয় তলা সেই হোটেলের ঘরে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। এবার এই ঘটনায় রাজ্যকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দমকল, পুলিশ, তৃণমূল (Trinamool Congress) নেতা সবাই টাকা তুলতে ব্যস্ত। সাধারণ মানুষের প্রাণ থাকল নাকি গেল, সেটা নিয়ে কেউ ভাবিত নয় বলে দাবি করেন তিনি।
বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্যকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)!
জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা। এদিন সেই প্রসঙ্গ টেনে সুর চড়ান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘কলকাতাকে জতুগৃহে রূপান্তরিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা সরকার দিঘায় ছুটি কাটাতে চলে গিয়েছিল। ওরা জলসা নিয়ে ব্যস্ত। দমকলের হাইড্রোলিক ল্যাডারও ছিল না। দ্রুত উদ্ধারকাজ শুরু করা গেলে প্রাণহানির সংখ্যা অনেক কমানো যেত’।
রাজ্যের বিরোধী দলনেতা এদিন বলেন, তৃণমূল আমলে বিগত ১৫ বছরে শহর কলকাতায় ৮টি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। তাতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ‘অগ্নি নির্বাপণ নিয়ে সরকারের যে কোনও মাথাব্যথা নেই, সেটা একাধিক ঘটনাগুলি থেকে পরিষ্কার। কলকাতাকে এরা জতুগৃহে রূপান্তরিত করেছে’।
আরও পড়ুনঃ গরমের ছুটি কাটিয়ে কবে খুলবে স্কুল? দিনক্ষণ জানাল শিক্ষা দফতর? পড়ুয়াদের জন্য বড় খবর
বিজেপি (BJP) নেতার কথায়, ‘দমকল, পুলিশ থেকে তৃণমূল নেতা, এরা সবাই টাকা তুলতে ব্যস্ত। মানুষের জীবন থাকল না গেল, তাতে এদের কিছু যায় আসে না’।
শুভেন্দু এদিন বলেন, ‘স্টিফেন কোর্ট, আমরি থেকে বড়বাজার, একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে। অথচ সরকারের অগ্নি নির্বাপণ নিয়ে কোনও হেলদোল নেই। কারণ গোটা সরকারই দিঘায় লাল, নীল জলের ফোয়ারায় ব্যস্ত ছিল’।
বিজেপি বিধায়ক জানান, বড়বাজার অগ্নিকাণ্ডের প্রতিবাদে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন হবে। আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় রকমের বিক্ষোভ সভা হবে বলে ঘোষণা তাঁর।
উল্লেখ্য, রাজ্য রাজনীতির নানান ইস্যুতে রোজই সরব হন শুভেন্দু (Suvendu Adhikari)। এবার বড়বাজার অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি। শহর কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পরেও অগ্নিনির্বাপণ নিয়ে রাজ্য ভাবিত নয় বলে দাবি বিরোধী দলনেতার।