বাংলা হান্ট ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে আক্রমণের পারদ। এবার যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করে মমতা-অভিষেককে নিশানা করেন বিজেপি (BJP) নেতা।
বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের মিনি টর্নেডো নিয়ে জোর চর্চা হচ্ছে। কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির বহু এলাকা। সম্প্রতি তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক (Abhishek Banerjee) দাবি করেন, নির্বাচনী আবহে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির টাকা দেওয়ার পারমিশন দিচ্ছে না নির্বাচন কমিশন। যে কারণে রাজ্য চেয়েও ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না।
“You can fool some of the people all of the time, and all of the people some of the time, but you can not fool all of the people all of the time.”
The renowned pair of Pathological and Congenital Liars of West Bengal think that they will keep on lying and the People of WB will… pic.twitter.com/cAxDZeUpfg
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 15, 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও শোনা গিয়েছিল একই সুর। এবার এই নিয়ে সুর চড়ালেন শুভেন্দু। দাবি করলেন, ‘ডাহা মিথ্যে’ কথা বলা হচ্ছে। নিজের বক্তব্যের স্বপক্ষে এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) বেশ কিছু প্রমাণও তুলে ধরেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ দিনেদুপুরে কুলটিতে শ্যুটআউট! অফিসে ঢুকে একের পর এক গুলিতে ঝাঁঝরা মাইক্রোফিনান্স সংস্থার কর্ণধার
শুভেন্দু দাবি করেন, গত ৯ এপ্রিল উত্তরবঙ্গের ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাড়ি বানানোর টাকা দেওয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও মিথ্যে দাবি করছে তৃণমূল। বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে বলেও দাবি করেন বিজেপি বিধায়ক।
তৃণমূল শিবিরের দাবি খারিজ করে এদিন শুভেন্দু লেখেন, ‘ইতিমধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বাড়ি বানানোর টাকা দেওয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। গত ৯ এপ্রিল এই বিষয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে’। এই বিষয়টিকে আদর্শ আচরণবিধির আওতার বাইরে রাখা হয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।
এরপরেই ‘পিসি- ভাইপোকে’ নিশানা করে শুভেন্দু লেখেন, ‘দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে ব্যস্ত পিসি-ভাইপো। এর বদলে কিন্তু সহজে দুর্গতদের টাকা দিয়ে দেওয়া যেত। কিন্তু সেটা না করে ওনারা ভাবলো, এই ইস্যু নিয়ে মানুষকে কষ্ট দেওয়া এবং রাজনীতি করাটাই শ্রেয়’।