‘পুলিশের প্রোফর্মা কেউ ফিল আপ করবেন না’! রামনবমীর আগে সতর্কবার্তা শুভেন্দুর! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরে বাংলার বুকে ধুমধাম করে রামনবমী (Ram Navami) পালন হতে দেখা গিয়েছে। হাজার হাজার মানুষের শোভাযাত্রার সাক্ষী থেকেছে রাজ্য। এই বছর রামনবমী আসতে এখনও কিছুটা সময় বাকি। এই আবহে এবার সতর্কবার্তা দিতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এমনকি পুলিশের ‘ভূমিকা’ নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে।

পুলিশের প্রোফর্মা ফিল আপ না করার অনুরোধ শুভেন্দুর (Suvendu Adhikari)!

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন বলেন, ‘ইতিমধ্যেই আমরা পুলিশের তরফ থেকে একটি প্রোফর্মা পেয়েছি। আমরা সব জায়গায় বলে দিচ্ছি, কেউ এই প্রোফর্মা ফিল আপ করবেন না। এখানে কমিটির নাম, পুজোর জায়গা, প্রেসিডেন্ট, সেক্রেটারির নাম ও মোবাইল ফোন নম্বর, শোভাযাত্রা হবে কিনা, হলে যাত্রাপথ জানতে চাইছে’।

এখানেই শেষ নয়! শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, ওই রুটে অন্য ধর্মের কোনও প্রতিষ্ঠান রয়েছে কিনা, মুসলিম মহল্লার নামও পুলিশ জানতে চাইছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ ‘এক হয়ে লড়ুন, TMC-কে হারাতে পারব’! শুভেন্দু-দিলীপকে অনুরোধ BJP বিধায়কদের! কী উত্তর এল?

এই নিয়ে বিজেপি (BJP) বিধায়ক আশঙ্কার কথা জানিয়ে বলেন, ‘জমায়েতের প্রসঙ্গে জানতে চাইছে। সেই সঙ্গেই ওই পুজোয় কারা ঝামেলা, গণ্ডগোল করতে পারে, তাঁদের নাম এবং মোবাইল ফোন নম্বর চাওয়া হচ্ছে। মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা ঝামেলা করতে পারেন, তাঁদের নাম, ফোন নম্বর চাওয়া হচ্ছে। সেই সঙ্গেই পুজোয় প্রধান কন্ট্রোলার ব্যক্তি এবং পুলিশ ফ্রেন্ডদের নাম ও ফোন নম্বর চাইছে’।

suvendu adhikari

উল্লেখ্য, এই প্রথম নয়, কয়েকদিন আগেও রামনবমী নিয়ে মুখ খুলেছিলেন শুভেন্দু। দাবি করেছিলেন, এবারের রামনবমীর দিন ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। এবারের রামনবমী কেন বাকি বছরগুলির থেকে আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছিলেন।

শুভেন্দু (Suvendu Adhikari) বলেছিলেন, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এটা দ্বিতীয় রামনবমী। এছাড়া এবারের রামনবমীর আগে ৬৬ কোটি হিন্দু মহাকুম্ভে অমৃতস্নান করে ফেলেছে। ‘এই বছর হিন্দুদের কাছে শৌর্যের, গর্বের। সেই জন্য এই বছর রাম নবমী অত্যন্ত আনন্দের সঙ্গে, বীরত্বের সঙ্গে সবাইকে নিয়ে পালন করার আবেদন করছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর