বড় ধাক্কা! বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক

   

বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় ধাক্কা খেলো বঙ্গ বিজেপি। এবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তন্ময়বাবু তৃণমূলে নাম লেখান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘রাজ্যে উন্নয়ন যজ্ঞে অংশ নিতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।”

তন্ময় ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার পর শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আগামী দিনে আরও অনেক বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। বিষ্ণুপুরের বিধায়ক বিজেপি ছাড়ার পর বর্তমানে রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭৪।

উল্লেখ্য, তৃণমূলের স্থানীয় নেতা বলেই পরিচিত ছিলেন তন্ময় ঘোষ। একাধিক ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। একসময় বিষ্ণুপুর শহরের তৃণমূলের সভাপতি ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পাশাপাশি তৃণমূলকে উৎখাত করারও সঙ্কল্প নেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর সহজেই একুশের বিধানসভা ভোটের টিকিট পেয়ে যান তন্ময় ঘোষ। এরপর তিনি বিজেপির টিকিটে জয়লাভও করেন। কিন্তু জয়লাভের কয়েকমাস কাটতে না কাটতেই তাঁর মোহভঙ্গ হয়। আর এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার তন্ময় আবারও তৃণমূলেই ফিরে গেল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর