কেন দিল্লিতে গিয়েছেন? নিজেই জানালেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্কঃ গতকালের অনেক জল্পনার পর খোঁজ মিলেছে মুকুল রায়ের (Mukul Roy)। সূত্রের খবর বর্তমানে দিল্লিতেই (Delhi) রয়েছেন তিনি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তবে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে কেন দিল্লি গেলেন মুকুলবাবু? সেই প্রশ্ন নিয়েই জোর চৰ্চা রাজনৈতিক মহলে। তবে দিল্লি যাওয়ার কারণ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ নেতাই।

ঠিক কী বললেন মুকুল রায়? একটি ভিডিয়ো মুকুল রায় হাঁটতে হাঁটতে দিল্লি যাওয়া প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘‘এমনিই এসেছি। দিল্লিতে কি আমি আসতে পারি না? কোনও বিশেষ কারণে আসিনি। আমি তো আগেও অনেক বার দিল্লি এসেছি। এ বার একটু দেরি হয়ে গেল আসতে। আমি তো এখানকার এমএলএ। এখানকার এমপি! যত দিন প্রয়োজন, তত দিন থাকব। আমি এমনি কাজে এসেছি দিল্লিতে।’’

তবে কী ডাক্তার দেখাতে দিল্লি এসেছেন? এই প্রশ্নের জবাবে মুকুল বলেন, ‘‘না, ডাক্তার দেখাতে দিল্লিতে আসতে হবে কেন! আমি প্রয়োজনে এসেছি।’’ কী সেই প্রয়োজন সেই নিয়েই তৈরী হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, গতকাল রাতে খবর পাওয়া যায়, খোঁজ মিলছে না মুকুলের। রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করে ছেলে শুভ্রাংশু জানান, তার বাবা নিখোঁজ।

mukul roy , son

বিধায়কের পরিবার সূত্রে বলা হয়, গতকাল সন্ধেয় বাড়ি থেকে মুকুলকে নিয়ে যান দুই ব্যক্তি৷ তারপর থেকেই আর খোঁজ মিলছে না তার। ওই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তার বাবাকে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন মুকুল পুত্র। এরপরেই জানা যায় সোমবার সন্ধ্যার উড়ানে কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছেন মুকুল। সঙ্গে ছিলেন দুই ব্যক্তি। তাদের নাম ভগীরথ মাহাত এবং রাজু মণ্ডল বলে জানা গিয়েছে।

এদিকে মুকুলের দিল্লিযাত্রা নিয়ে কিছুই জানতেন না শুভ্রাংশু। এই নিয়ে মঙ্গলবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে মুকুলের পুত্র বলেন, ‘‘বাবার পারকিনসন্স রয়েছে, ডিমেনশিয়া রয়েছে। এমনকি, লিভার সিরোসিসও রয়েছে। বর্তমানে দেশের রাজনীতিতে কী হচ্ছে জানতে চাওয়া হলে উনি বলেন, ভারতের সঙ্গে আমেরিকার সমস্যা চলছে। উনি অসুস্থ। এমতাবস্থায় বাবাকে নিয়ে এই জল্পনার নীচু মানের রাজনীতি না করাই কাম্য।’’

যদিও মুকুল পুত্রের এই বার্তার পরও জল্পনা থামেনি রাজনীতির অন্দরে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে বছর ঘুরলে লোকসভা। এই পরিস্থিতিতে মুকুল আবার বিজেপিতে ফিরে যাবেন কি না সেই নিয়েই উঠছে প্রশ্ন। মঙ্গলবার বিজেপির এক শীর্ষনেতার সঙ্গে দেখা হতে পারে মুকুলের, এমন কথাও ভেসে আসছে। প্রসঙ্গত, তৃণমূলে যোগ দিলেও মুকুল এখনও কৃষ্ণনগর উত্তরের ‘বিজেপি বিধায়ক’ তিনি। তাই ফের বিজেপিতে নাম লেখাতে পারেন বলেই অনেকের ধারণা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর