বিজেপি না তৃণমূল? দিল্লি থেকে এবার সাফ নিজের সিদ্ধান্ত জানালেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্কঃ নিখোঁজ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)? না, একদমই না। বরং সক্কলকে চমকে দিয়ে দিল্লিতে (Delhi) পাড়ি দিয়েছেন তৃণমূলের এই নেতা। নিজের প্রয়োজনেই রাজধানী গিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন মুকুল রায়। অন্যদিকে, মুকুল পুত্র শুভ্রাংশুর দাবী অপহরণ করা হয়েছে তার বাবাকে। এই নিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করেছিলেন শুভ্রাংশু।

কী করতে কাউকে না জানিয়ে সটান দিল্লিতে মুকুল? এই প্রশ্নেই যখন তোলপাড় ঠিক সেই সময় সামনে এল আরেক খবর। মঙ্গলবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান খোলসা করলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “স্বেচ্ছায় এসেছি। অমিত শাহের সঙ্গে কথা বলব।” শুধু তাই নয়, এদিন তিনি আরও বলেন, লোকসভার সেশন ছিল। লোকসভার মেম্বার ছিলাম। আমি বিধানসভায় কোনওদিনই ছিলাম না।

অন্যদিকে, ছেলের অপহরণের অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, “বাড়ি থেকে বেরলেই যদি অপহরণের মামলা করে তবে হতেই পারে। যার খুশি অভিযোগ করতেই পারে। তবে আমি নিজের ইচ্ছায় এসেছি। কাল সন্ধ্যায় একবার শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে। বিজেপি করব কি না সিদ্ধান্ত নিইনি। যে কদিন দরকার হবে দিল্লিতে থাকব। দরকার হলে আবার বিজেপি করব। অমিত শাহ, নাড্ডাজীর সঙ্গে কথা বলব। এতদিন পুরোপুরি রাজনীতি করতে পারিনি। এবার সুস্থ হয়েছি, রাজনীতিটা করব। বিজেপিটা করব।”

অন্যদিকে, মঙ্গলবার সকালে ভাইরাল হওয়ার একটি ভিডিয়ো হাঁটতে হাঁটতে মুকুল রায় নিজের দিল্লি যাওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘‘এমনিই এসেছি। দিল্লিতে কি আমি আসতে পারি না? কোনও বিশেষ কারণে আসিনি। আমি তো আগেও অনেক বার দিল্লি এসেছি। এ বার একটু দেরি হয়ে গেল আসতে। আমি তো এখানকার এমএলএ। এখানকার এমপি! যত দিন প্রয়োজন, তত দিন থাকব। আমি এমনি কাজে এসেছি দিল্লিতে।’’

Untitled design 2022 06 27T153943.036

প্রসঙ্গত, সোমবার রাতে জানা যায়, খোঁজ মিলছে না মুকুলের। রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করে ছেলে শুভ্রাংশু জানান, তার বাবা নিখোঁজ। বিধায়কের পরিবার সূত্রে বলা হয়, গতকাল সন্ধেয় বাড়ি থেকে মুকুলকে নিয়ে যান দুই ব্যক্তি৷ তারপর থেকেই আর খোঁজ মিলছে না তার। ওই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তার বাবাকে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন মুকুল পুত্র। এরপরেই জানা যায় সোমবার সন্ধ্যার উড়ানে কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছেন মুকুল। সঙ্গে ছিলেন দুই ব্যক্তি। তাদের নাম ভগীরথ মাহাত এবং রাজু মণ্ডল বলে জানা গিয়েছে।

এদিকে মুকুলের দিল্লিযাত্রা নিয়ে কিছুই জানতেন না শুভ্রাংশু। এই নিয়ে মঙ্গলবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে মুকুলের পুত্র বলেন, ‘‘বাবার পারকিনসন্স রয়েছে, ডিমেনশিয়া রয়েছে। এমনকি, লিভার সিরোসিসও রয়েছে। বর্তমানে দেশের রাজনীতিতে কী হচ্ছে জানতে চাওয়া হলে উনি বলেন, ভারতের সঙ্গে আমেরিকার সমস্যা চলছে। উনি অসুস্থ। এমতাবস্থায় বাবাকে নিয়ে এই জল্পনার নীচু মানের রাজনীতি না করাই কাম্য।’’ অন্যদিকে গতকাল মুকুল অবশ্য জানান ছেলের সঙ্গে তার কথা হয়েছে।

শুধু তাই নয়, মুকুল বলেন, “আমি মনে করি শুভ্রাংশুর বিজেপি করা উচিত ওর পরিবারের পক্ষেও ভালো।” অন্যদিকে ছেলে বলেন, “বাবা যদি বিজেপিতে জয়েন করে তবে সুস্থ অবস্থায় যোগ দিচ্ছে না এটা বলছি। ছেলে হিসাবে সন্তানের কর্তব্য বাবার চিকিৎসা করানো।” সবমিলিয়ে দুদিন থেকে মুকুল রায়কে নিয়ে যা হচ্ছে তাতে ঘেঁটে ঘ সকলে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর