ওই দেশে অত্যাচারিতরা ভারতে চলে আসুক, আর যারা এদেশে অত্যাচারিত তাঁরা পাকিস্তানে চলে যাকঃ বিজেপি বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুজফরনগরের খতৈলী বিধানসভার বিজেপি বিধায়ক (BJP MLA) বিক্রম সৈনি (Vikram Saini) নাগরিকতা সংশোধন আইন নিয়ে মুসলিমদের আক্রমণ করলেন। বিজেপি বিধায়ক সৈনি বলেন, পাকিস্তানেও এমন আইন হওয়া উচিৎ সেই আইনে ভারতের অত্যাচারিত মুসলিমরা পাকিস্তানে নাগরিকতা পাবে।

বিজেপি বিধায়ক বলেন, অদল বদল করে নিলেই হয়। যারা ওই দেশে অত্যাচারিত তাঁরা ভারতে চলে আসবে, আর যেসব মুসলিমরা ভারতে অত্যাচারিত তাঁরা পাকিস্তানে চলে যা, কে আটকাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার দ্বারা নাগরিকতা সংশোধন আইন লাগু করা হয়, আর এই আইনের ফলে গোটা দেশে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পক্ষে আর বিপক্ষে নেতাদের মধ্যে রাজনৈতিক তর্কাতর্কি অনবরত চলেই যাচ্ছে। বিরোধী দল গুলো বলছে যে, এই আইন সংবিধানের ১৪ নম্বর ধারার লঙ্ঘন। আর সাথে সাথে অনেক কিছু এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই আইন।

আর বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে, এই আইনের ফলে দেশের কোন নাগরিকের নাগরিকতা কেড়ে নেওয়া হবেনা। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান আর পারসিদের এদেশের নাগরিকতা দেওয়া হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর