বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য বিপুল শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ২০১১ সালের লোকসভা নির্বাচনে বিজেপি খাতা না খুলতে পারলেও 2019 এর লোকসভা নির্বাচনে 42 টির মধ্যে 18 টি আসন পেয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।
দুর্গাপুরে দুদিন বিজেপির চিন্তন বৈঠকের আয়োজন করা হয়। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবিরের পরিকল্পনা নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়।
বিজেপির নবনির্বাচিত সাংসদরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিব প্রকাশ ও মুকুল রায়ের মতো ব্যক্তিত্বরা।
দুর্গাপুরের চিন্তন বৈঠকের শেষে বিধানসভা নির্বাচনে 210 আসনের দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার কথায়, “রাজ্যের 284 টির মধ্যে 210 টি আসনে আমরা এগিয়ে।” যদিও নির্বাচনে এখনো ঢের সময় আছে, সে কারণে কোন রাজনৈতিক দল কতটা ভালো ফল করবে তা স্পষ্ট করে বলা না গেলেও 2019 এর লোকসভার ফলের নিরিখে 128টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
দুর্গাপুরে দুদিনের কোর কমিটির মিটিং হয় সেখানে মূলত প্রতিটি প্রতিনিধি কিভাবে মানুষের সাথে কাজ করবে এবং যে সমস্ত এমপিরা জিতেছে তাদের মানুষের সাথে কিভাবে জনসংযোগ গড়তে হবে। সে বিষয়ে কি কি পদক্ষেপ নেবে আলোচনা হয় মূলত বিশেষ করে কলকাতার উপর নজর দেওয়া হচ্ছে। কলকাতায় কিভাবে আর এস এস এর সংগঠন কাজ করছে তা আরো জোরদার করা হয়।
সূত্র মারফত জানা যাচ্ছে ১০০ টির আসুন কে পাখির চোখ করা হয়েছে, যে আসনগুলো মূলত তৃণমূল জিতেছে। সেগুলোর উপর একা আন্দোলন সংগঠিত করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বর পূর্ণ সহযোগিতা রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কাছে ইতিমধ্যে রিপোর্ট জমা পড়েছে। তারা ২১০ টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এবারের বিধানসভা ভোটে লড়াই করতে চলেছে।
বিজেপি কিন্তু সামনে পৌরসভা নির্বাচন আছে সেখানেও তাদের যাতে রণকৌশল ঠিক করা যায় সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে।
যে নজর নবনির্মিত সংসদ জিতেছে তাদেরকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে এবং যারা প্রতিনিধিত্ব করেছিল তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামীর ভোটের লড়াইয়ে নামতে চলেছে রাজ্য বিজেপি তারা মানুষের দরবারে পৌঁছানোর জন্য যে কর্মসূচি নিয়েছে তার তৃণমূলের থেকে বেশি বলে মনে করা হচ্ছে।
এখন দেখার বিষয় তৃণমূল-বিজেপি পারবে কিনা কিন্তু বিজেপি নেতৃত্ব দাবি তারা মানুষের কাছে পৌঁছালে মানুষ তাদের কে গ্রহণ করবে সাম্প্রতিক নরেন্দ্র মোদির তিন তালাক এবং কাশ্মীর ইস্যুতে ইতিবাচক সাড়া মিলেছে।
রাজ্য বিজেপি ও সেই মোদির ওপর ভরসা রেখে আগামী বিধানসভা জিততে চায় কিন্তু বিজেপির এই মুহূর্তে বিধানসভার মুখ কে তা এখন ও জানা যায়নি কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে যে বিজেপি এগিয়ে চলবে তা একপ্রকার নিশ্চিত।