হাতে মশাল নিয়ে দীপ জ্বালানোর ডাকে সাড়া দিলেন বিজেপি বিধায়ক, শুরু জোর বিতর্ক

বিজেপি বিধায়ক নিজের অনুগামীদের ঐক্যবদ্ধ করলেন, এবং সদলবলে পথে নেমে মিছিল করলেন।আর এই কাজের মাথা হলেন টাইগার রাজা সিং ।ইনি তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক। গতকাল রাতে মশাল হাতে দল বেঁধে রাস্তা বেরোতেই তার নামে যথেষ্ট কেচ্ছা শুরু হয়। লক ডাউনে সবাই ঘর বন্দী আর তার মধ্যে খোদ বিজেপির নেতা নাকি এসব করে বেড়াচ্ছে।

তিনি সব সময়ই বিতর্কে থাকতে পছন্দ করেন।এর আগেও একাধিক বিদ্বেষমুলক এবং বিতর্কিত ভাষণ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে এই বিশেষ আবেদন জানিয়েছেন।

corona 1 1

আগামী রবিবার ৫ তারিখ সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে অন্তত ৫ মিনিট থাকার অনুরোধ করেছেন। টুইটারে একটি ব্যাখ্যা দিয়েছেন জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানান ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠাদিবস।

আর তার আগে সেই উপলক্ষ্য়কে মনে রেখে ৫ এপ্রিল রাতে দেশবাসীকে করোনা মোকাবিলার নামে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করতে বাধ্য করছেন মোদী। অনেকেই একাধিক প্রশ্ন তুলেছেন ৫ এপ্রিলে নিয়ে, আর গতকাল রাতে দেখা গেছে অনেকেই রাস্তায় বেড়িয়ে মিছিল করছে। কেউ আবার ফানুস ওড়াচ্ছে। আবার অনেকেই বাজিও ফাটিয়েছেন।

সম্পর্কিত খবর