তুলকালাম! বিধানসভায় দাঁড়িয়ে বেতনবৃদ্ধির বিলের কাগজ ছিঁড়ে ফেললেন BJP বিধায়করা, তারপর?

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় তোলপাড়। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের সকল বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাসিক ১০০০০ টাকার বদলে একধাক্কায় ৪০০০০ টাকা বাড়িয়ে বঙ্গ বিধায়কদের মাসিক ৫০০০০ করে বেতন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিরোধীয় সরব হয় বিজেপি (BJP)। আর সোমবার এই বিল পেশ করতে গেলে বিধানসভায় রীতিমতো তুলকালাম বেঁধে যায়।

সোমবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউওন্সেস সংশোধন বিল ২০২৩ (MLA Salary Hike Bill) পেশ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অন্দর। বিল পেশ করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়কেরা (BJP MLA’s)।

ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। এমনকি বিলের কাগজ পর্যন্ত ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। তারপর সেই ছেড়া কাগজ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ার পর্যন্ত এগিয়ে যান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: তৃতীয়াতেই ঘন কালো মেঘে ঢাকবে আকাশ! কোথায় কোথায় বৃষ্টি হবে? আবহাওয়ার আগাম আপডেট

বিজেপির দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিলে সাক্ষর করেননি। বিল অনুমোদিত নয়। রাজ্যপালের সই ছাড়া কীভাবে বিধানসভায় বিল পেশ করা হচ্ছে! অনুমোদন না থাকায় আলোচনা করা যাবে না বলে জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

wb assembly

প্রসঙ্গত, বিধায়কদের বিল নিয়ে আলোচনার জন্যই সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়। বর্তমানে অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত অধিবেশনেই বিধায়কদের বেতন বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওদিকে প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধীরা করে সমহারে ডিএ প্রদানের দাবি তোলে বিজেপি। আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা করতে হবে বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর