বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি (Bharatiya Janata Party) সরকারের বিরুদ্ধে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বৃদ্ধি করে চলেছে কংগ্রেস (Congress)। বর্তমানে তাদের ‘ভারত জোড়ো যাত্রা’ ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের এই অভিযান ঘিরে প্রচার তুঙ্গে আর এদিন এ অভিযানকে ছাপিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়লো রাহুল গান্ধীর (Rahul Gandhi) টি-শার্ট বিতর্ক!
এদিন কংগ্রেসের ‘ভারত জোড়া যাত্রা’-র দ্বিতীয় দিনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রায় পা মেলান রাহুল গান্ধী। তবে তাদের সেই কর্মসূচি ছাপিয়ে গোটা দেশ জুড়ে বর্তমানে ভাইরাল হয়ে চলেছে রাহুল গান্ধী পরিহিত একটি টি-শার্টের ছবি, যার দাম ৪১০০০ টাকা বলে অভিযোগ করে ইতিমধ্যেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে ভারতীয় জনতা পার্টি।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলা কংগ্রেসের এই কর্মসূচিতে রাহুল গান্ধীর দামি পোশাক নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে গোটা দেশ। রাহুল গান্ধীর একটি ছবির সঙ্গে অনলাইনে Burberry কোম্পানির টি-শার্টের ছবি তুলে ধরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিজেপি; যেখানে ক্যাপশন থাকে, “ভারত দেখো”।
যদিও তার কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেসের তরফ থেকে পাল্টা কটাক্ষ ছুড়ে দেওয়া হয় বিজেপির দিকে। তাদের পোস্টের প্রতিবাদে কংগ্রেস একটি টুইট করে লেখে, “ভারত জোড়ো যাত্রা দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। সেই জন্য এসব অভিযোগ করে চলেছে। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি হলো বিষয়। এর মধ্যেই কথা বলুন আর যদি রাহুল গান্ধীর পোশাক নিয়ে আলোচনা করতে হয়, তবে নরেন্দ্র মোদীর ১০ লাখ টাকার Suit এবং দেড় লাখ টাকার চশমা নিয়ে আলোচনা হোক।” সব মিলিয়ে বিজেপি এবং কংগ্রেসের দাবি ও পাল্টা দাবি মাঝে সরগরম দেশের রাজনীত।
প্রসঙ্গত, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মাঝে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন রাহুল গান্ধী। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হল এখনকার সিস্টেমের বিরুদ্ধে, যারা সিবিআই, ইডি এবং দেশের অন্যান্য একাধিক সংস্থাকে নিজেদের দখলে করে নিয়ে চলেছে। দেশের জনগণের মধ্যে কথোপকথন হাইজ্যাক করে চলেছে মোদী সরকার। তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের লক্ষ্য।” তবে এর মাঝেই এদিন রাহুল গান্ধীর টি-শার্ট বিতর্ক এবং তার পাল্টা বিজেপিকে কংগ্রেসের আক্রমণ বিতর্ক বহুগুণে বৃদ্ধি করলো বলেই মত বিশেষজ্ঞদের।