বঙ্গে বিজেপির প্রচারে মহারাজের এন্ট্রি! স্টার প্রচারকের তালিকায় উঠলো নাম

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রথম দফার নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক দলগুলো আরও জোরকদমে প্রচারে নেমেছে। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মঙ্গলবারই প্রচার অভিযান শেষ হচ্ছে। ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে নির্বাচন হতে চলেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট গ্রহণ হবে আগামী ১ এপ্রিল।

election voting

দ্বিতীয় দফায় যেই আসনগুলোতে নির্বাচন হবে, সেগুলো হল … পূর্ব মেদিনীপুরের ৯ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … চণ্ডীপুর, তমলুক, নন্দীগ্রাম, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, হলদিয়া, ময়না, মহিষাদল, নন্দকুমার। পশ্চিম মেদিনীপুরের ৯ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … কেশপুর, খড়গপুর সদর, চন্দ্রকোনা, নারায়ণগড়, ঘাটাল, সবং, দাসপুর, পিংলা, ডেবরা।

Untitled design 54
বাঁকুড়ার ৭ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … সোনামুখী, তালডাংরা, ইন্দাস, বাঁকুড়া, কোতুলপুর, বড়জোড়া, বিষ্ণুপুর, ওন্দা। দক্ষিণ ২৪ পরগনার ৪ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … সাগর, গোসাবা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা।
election vote

আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, পশ্চিমবঙ্গে প্রচারে এবার বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এন্ট্রি হচ্ছে। বিজেপি সিন্ধিয়াকে বাংলার স্টার প্রচারকদের তালিকায় যুক্ত করেছে। ওনাকে একুশের বিধানসভার নির্বাচনের চতুর্থ দফায় প্রচারে বাংলায় আনা হবে।

Jyotiraditya Scindia 1

এই তালিকায় বিজেপির আরও ৩০ জন নেতার নাম আছে, যার মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়র নামও আছে। এর আগে বিজেপির তরফ থেকে যেই স্টার প্রচারকদের নাম ঘোষণা হয়েছিল, সেই তালিকায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম ছিল না। এছাড়াও বিজেপির স্টার প্রচারকদের লিস্টে নাম আছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গৌতম গম্ভীর, স্মৃতি ইরানি, নীতিন গড়কড়ি সহ অনেক কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতার।


Koushik Dutta

সম্পর্কিত খবর