মণ্ডল সভাপতি সহ কর্মীদের গণ ইস্তফা! পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে বড় ধাক্কা বিজেপিতে

বাংলাহান্ট ডেস্ক : শনিবারের বারবেলায় ব্যাপক ভাঙন দেখা গেল বিজেপির (BJP) সংগঠনে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে গেরুয়া শিবির থেকে গণইস্তফা দিতে শুরু করলেন বিজেপি নেতা থেকে কর্মীরা। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির মণ্ডল সভাপতির ইস্তফাপত্রকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

জানা গিয়েছে, চন্দ্রকান্ত মণ্ডল নন্দীগ্রাম-৪ মণ্ডল কমিটির সভাপতির পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন চন্দ্রকান্ত মণ্ডল। মণ্ডল সভাপতির ইস্তফাপত্রকে কেন্দ্র করে চাপে পড়ে গিয়েছে জেলা নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের একাংশের মত, যদি এভাবে উইকেট পতন হতে থাকে তাহলে সংগঠন বলে আর কিছু থাকবে না।

চন্দ্রকান্ত মণ্ডল ইস্তফাপত্রে লিখেছেন, “আমার মণ্ডলে ভারতীয় জনতা পার্টির যে সাংবিধানিক পদ্ধতি তা না মেনে মণ্ডল বিভাজন করা হল, তাতে আমার মনে হয় না আমার এই পদে থাকা উচিত। আমার কমিটির সকলেই একই সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা সকলেই সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি।” এদিকে এই ইস্তফার ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল।

চন্দ্রকান্ত মণ্ডল আরোও বলেন, “আজ দুঃখে, কষ্টে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার পুরো পরিবার বরাবর বিজেপিকে সমর্থন করে এসেছে। বাবাও গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু, আমি মণ্ডল সভাপতি হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কোনও আলোচনা না করে বিজেপির নিজস্ব সংবিধান না মেনে মণ্ডল বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমি ব্যথিত। জেলা পরিষদ ভাগ হল না কিন্তু মণ্ডল ভাগ করা হল কার স্বার্থে!”

bjp flag

বিজেপির পক্ষ থেকে এই গণ ইস্তফার কারণে ঘাসফুল শিবির রীতিমতো উচ্ছ্বসিত। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, হওয়ার ছিল তাই হয়েছে। আরও অনেক কিছু ঘটবে যা গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াবে। কেউ দল ছাড়তে পারে, অন্য দলে যোগ দিতে পারে।” তাঁর আরও হুংকার, “নন্দীগ্রামে সবে ট্রেলার দেখানো হচ্ছে। পিকচার এখনও বাকি রয়েছে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর