বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি। চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বর্তমানে তিনি তমলুকের সাংসদ। এবার তাঁর একটি মন্তব্য ঘিরেই জোর শোরগোল পড়ে গিয়েছে। শিরোনামে উঠে এসেছে পদ্ম শিবিরের (BJP) শীর্ষ নেতাদের দলীয় কোন্দল।
জনসমক্ষে বিস্ফোরক মন্তব্য অভিজিতের (Abhijit Gangopadhyay)!
রবিবার হলদিয়ার টাউনশিপ বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস তথা ভারতীয় মজদুর সঙ্ঘের একটি সমাবেশ আয়োজিত হয়েছিল। সেখানকার আমন্ত্রণপত্রে নাম ছিল জেলার দু’জন বিজেপি (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীর। এছাড়াও নাম ছিল প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর। তবে ডাক পাননি স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি।
গতকালের ওই শ্রমিক সমাবেশের আয়োজক ছিল ভারতীয় মজদুর সঙ্ঘ (Bharatiya Mazdoor Sangh)। সেটি আরএসএসের শ্রমিক সংগঠন। তবে বিজেপির নেতা কর্মীরাই মূলত এই সংগঠনের সদস্য। সেই সমাবেশ থেকেই স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে তির্যক মন্তব্য করেন তমলুকের পদ্ম সাংসদ অভিজিৎ। পাল্টা দিয়েছেন তাপসীও।
আরও পড়ুনঃ বিধানসভায় ধুন্ধুমার! ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু সহ ‘এই’ ৪ BJP বিধায়ক! জোর শোরগোল
সভামঞ্চে বসে বিজেপি সাংসদ বলেন, ‘যারা বিএমএসের ওপর নির্ভর করে, তাঁদের ভেঙে বিজেএমসি-তে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদেরই দলের দু-একজন নেতাস্তরের লোকের উদ্যোগে। সেটা করতে বারণ করছি। আমি বলেছি, এদের দ্বারা আপনারা প্রতারিত হবেন না। এটা একটা প্রতারণামূলক সংগঠন’।
পাল্টা বিধায়ক তাপসী বলেন, ‘যে কোনও শ্রমিকের যে কোনও ধরণের সংগঠন করার স্বাধীনতা আছে। তবে এমপি মহাশয় হলদিয়া সম্বন্ধে এখনও সবকিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ, জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। আমি বিধায়ক হিসেবে কখনও কোনও শ্রমিক সংগঠন করিনি’।
এদিকে অভিজিৎ (Abhijit Gangopadhyay) তাপসীর এই ‘আক্রমণ পাল্টা আক্রমণ’ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার এই বিষয়ে বলেন, ‘আমরা একটা জিনিসই দেখতে পারছি, হলদিয়ায় কীভাবে টাকা লুঠ করা যায়। প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন’।