বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন ভাঙার অভিযোগে এবার বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun singh) বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি সাংসদের। চিঠি লিখলেন রাজ্যপালকেও। মুখ্যসচিবকে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। করোনা পরিস্থিতি নিয়ে এমনিতেই শাসক বিরোধী তরজা চলছে। তারই মধ্যে ফের মাথা চারা দিয়ে উঠল উত্তর ২৪ পরগণার ভাটপাড়া নৈহাটির সমবায় ব্যাঙ্কের দুর্নীতি ইস্যু। বর্তমানের যে ব্যাঙ্কের বোর্ড চেয়ারম্যান অর্জুন সিংহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমবায় ব্যাঙ্কের দুর্নীতিতে অভিযুক্ত জালিয়াতির ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জীব সিংহ এবং তাঁর স্ত্রীকে নিতু সিংহকে ফের হাজিরার নোটিস ধরাল পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় অর্জুন সিংহের বাড়িতে নোটিশ দিতে যায় ব্যারাকপুর কমিশনার জয়েন্ট সিপি অজয় ঠাকুর। প্রতিবাদ জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসে অর্জুন সিংহ। চলে আসে তার অনুগামীরাও। লকডাউনে ভেঙ্গে এভাবে জমায়েত করার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ।
বিজেপি সাংসদ বলেন, এটা আমাকে ঝামেলায় ফেলার জন্য, অজয় ঠাকুরের নেতৃত্বে এমন কাজ শুরু করেছে। এ বিষয়ে রাজ্যপালকে চিঠি দেন তিনি। চিঠিতে তিনি লেখেন ১৪ ই মে মুখ্যমন্ত্রী নির্দেশে অজয় ঠাকুর আমাকে এবং আমার পরিবারকে গুলি করে হত্যার চেষ্টা করেন। তাঁর সঙ্গে আরও ৩৫ জন ছিলেন। আমার অফিসের আশেপাশে অরা ঘোরা ফেরা করছিলেন। আমার নিরাপত্তারক্ষীরা যখন এবিষয়ে জানতে চান তখন তিনি বলেন সঞ্জীব এবং নীতু সিংহকে নোটিশ দিতে এসেছেন।
বিজেপি সাংসদের এই চিঠি পেয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনগড় (Jagdeep Dhankar)। রাজ্যপাল মুখ্যসচীবের উদ্দেশে তিনি লিখেছেন, সাংসদ যে অভিযোগটি তুলেছেন তা অত্যন্ত গুরুতর। মুখ্যসচিবকে বলছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। গোটা রাজ্য ক্ক্রোনার বিরুদ্ধে লড়ছে।এই অবস্থায় এই ধরনের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই ঘটনায় পালটা আক্রমণ করেছে তৃণমূলের পার্থ ভোমিক। ভাটপাড়া সমবায় ব্যাংক নিয়ে প্রবল একটা দুনীতি আছে এবং তা নিয়ে অভিযোগ বিভিন্ন জায়গায় জমা পড়েছে। পুলিশ তদন্ত করুক।