তাজমহলের দাবি করল জয়পুরের রাজপরিবার! জানাল দরকারে সমস্ত নথি পেশ করা হবে

বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্ততম একটি হল আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে তৈরি করেন এই স্থাপত্য। তাজমহল দেখতে প্রতি বছর ভারতে ভিড় করেন অগণিত বিদেশী পর্যটক। এবার এই তাজমহলকেই নিজেদের সম্পত্তি বলে দাবি করে বসল জয়পুরের রাজপরিবার।

জয়পুর রাজপরিবারের সদস্য তথা বিজেপি সাংসদ দিয়া কুমারী তাজমহলকে তাঁদের পরিবারের সম্পত্তি বলে দাবি করে বলেন, ‘কেউ একজন তাজমহলের ঘরের দরজা খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটি ভালো ব্যাপার। এবার সত্য সামনে আসবে।’ এমনকি নিজের দাবির প্রেক্ষিতে নথি পেশ করার কথাও বলেছেন তিনি। দিয়া কুমারী আরও বলেন, ‘নথিপত্র বলছে যে তাজমহল দেখে তা শাহজাহানের পছন্দ হয়ে গিয়েছিল। তাই তিনি তা আমাদের পরিবারের থেকে দখল করে নেন। বিনিময়ে কিছু সামান্য ক্ষতিপূরণ দিয়েছিলেন বলে শুনেছি। আদালত নির্দেশ দিলে আমরা নথিপত্র পেশ করব।’

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, ‘তাহমহলের যে কক্ষগুলি দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে সেগুলি খুলে দেওয়া উচিত। সেগুলির তদন্ত হওয়া উচিত। এটিই বলে দেবে যে কী ছিল এবং কী ছিল না। এর পরেই সব সঠিই তথ্য প্রকাশ্যে আসবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘এই স্থানে আমাদের একটি প্রাসাদ ছিল। আমাদের কাছে নথি আছে। শাহজাহান জায়গাটিকে পছন্দ করেছিলেন, এরপর তিনি তা অধিগ্রহণ করেন। আজকের দিনে সরকার কোনও জমি দখল করলে তার ক্ষতিপূরণ দেয়। তখন এই ধরণের কোনও আইনই ছিল না।’

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি পিটিশন দাখিল করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে। এই পিটিশনে তাজমহলের ভিতরের ২০ টিরও বেশি কক্ষের দরজা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা খোলানোর জন্য আবেদন করা হয়েছে। পিটিশনটি দায়ের করেছেন ড. রাজনীশ সিং। তাজমহলের অভ্যন্তরে লুকোনো মূর্তি এবং শিলালিপির মত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণও অনুসন্ধান করার অনুমতি চাওয়া হয়েছে আবেদনটিতে। শুধু তাইই নয়, বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, তাজমহলের নীচে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে তা তেজো মহালয়া নামেই পরিচিত ছিল। এই নিয়েও তুঙ্গে উঠেছে বিরোধ। ফলে সব মিলিয়ে যে বর্তমানে বিতর্কের শীর্ষে পৃথিবীর সপ্তম আশ্চর্য তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর