তৃণমূলে যোগ দেবেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ? দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবর

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাসে বহু বিজেপি নেতাই দল ছেড়ে নাম লিখিয়েছেন তৃণমূল শিবিরে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম। তৃণমূলে যোগ দিতে চলেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূর্মূ। এহেন জল্পনাকে কেন্দ্র করেই সোমবার সকাল থেকে তোলপাড় বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই নাকি যোগ দেওয়ার জন্য ঘাসফুল শিবিরে যোগাযোগও করেছেন তিনি এমন দাবিও তোলা হয়েছে তৃণমূলের একাংশের তরফে। যদিও সব জল্পনাই উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ।

একটি স্যোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করেই দাবানলের মতন ছড়িয়ে পড়ে বিজেপি নেতার দল ছাড়ার জল্পনা। পোস্টে লেখা হয় ‘ উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূর্মূ তৃণমূলে যোগ দিতে চলেছেন।’ আর এই দাবিকে ঘিরেই শোরগোল গোটা রাজ্যে। কে বা কারা ছড়ালো এই খবর তা অবশ্য এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ। তাঁর দাবি ‘২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই আমাকে নিয়ে এই সমস্ত প্রচার চালাচ্ছে তৃণমূল। ওরা বিরোধী শূণ্য করতে চায় রাজ্যকে। সাংসদ খগেন মূর্মূ বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। বিজেপিকে বিভ্রান্ত করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে তৃণমূল।’

অন্যদিকে তাঁর এই দাবিকে আবার ভুয়ো বলেই পালটা দিয়েছেন তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা। তাঁর দাবি, ‘উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূর্মূ তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। কারণ উনি বুঝতে পারছেন বিজেপির পায়ের তলায় মাটি আর নেই। পুরসভা নির্বাচনে বিজেপির আসন নির্দলের থেকেও নেমে গেছে। তাই বিজেপির বহু নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’ তিনিও এও দাবি করেন যে ‘আগামীতে রাজ্যে বিজেপি বলেই কিছু থাকবে না।’

দীর্ঘদিন সিপিএম বিধায়ক থাকার পর ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন খগেন মূর্মূ। উত্তর মালদা থেকে বিজেপির হয়ে লড়ে সাংসদও হন তিনি। এবার এহেন খগেন মূর্মূর দলবদলের জল্পনাতেই চাপানউতোর বঙ্গ রাজনীতিতে। সত্যিই কি সত্যি হবে জল্পনা, সে উত্তর অবশ্য সময়ই দেবে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর