বাংলা হান্ট ডেস্কঃ আদিবাসী মামলায় মুখর হওয়া গুজরাটের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ বসাবা (mansukh vasava) মঙ্গলবার বিজেপি থেকে ইস্তফা দেন। তিনি বলেন, সংসদের বাজেট অধিবেশনে তিনি লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দেবেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠিতে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রককে নর্মদা জেলার ১২১ টি গ্রামকে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল হিসাবে ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি করেছেন।
ভরুচ থেকে ছয়বার সাংসদ থাকা মনসুখ বসবা গুজরাটের বিজেপি সভাপতি আরসি প্যাটেলকে চিঠি লিখে বলেন, ‘আমি ইস্তফা দিচ্ছি, আমার ভুলের কারণে যাতে দলের নাম না খারাপ হয় সেই কারণে আমি এই সিদ্ধান্ত নিলাম। আমি দলের বিশ্বস্ত কর্মী ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।