‘আত্মরক্ষার জন্য ঘরে অস্ত্র রাখুক হিন্দুরা’, লাভ জিহাদের পাল্টা প্রতি-আক্রমণের নিদান সাধ্বী প্রজ্ঞার

বাংলা হান্ট ডেস্কঃ নিজের মন্তব্যের জেরে সর্বদাই বিতর্কের শিরোনামে জায়গা করে নেন বিজেপি সাংসদ (BJP MP) সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya)। এবারেও তার অন্যথা হল না। ফের একবার বিতর্কে জড়ালেন সাধ্বী প্রজ্ঞা। এদিন নিজেদের আত্মরক্ষার স্বার্থে সকল হিন্দু ভাই-বোনেদের ঘরে অস্ত্র রাখার নিদান দিলেন তিঁনি। সাথেই মুখ খুললেন ‘লাভ জিহাদ’ (Love jihad) প্রসঙ্গে।

প্রসঙ্গত, রবিবার কর্ণাটকে (Karnataka) হিন্দুদের এক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তিঁনি। সেখানেই সাধ্বী জানান, ” প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে। কেউ যদি জোর করে কারও ঘরে ঢুকে পড়ে, তবে অনুপ্রবেশকারীকে প্রতিহত করে জবাব দেওয়ার অধিকার নিশ্চিতভাবে আছে সকলের। আর তাই হিন্দু সম্প্রদায়ের উচিৎঘরে ধারালো অস্ত্র মজুত রাখা। অন্ততপক্ষে একটা সবজি কাটার ছুরি যেন থাকে। কেননা কখন কী পরিস্থিতি তৈরি হয় তার ঠিক নেই!”

এখানেই থেমে থাকেননি নেত্রী। এরপর লাভ জিহাদ প্রসঙ্গ তুলে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের প্রতি ইঙ্গিত করে তিঁনি বলেন, ” ওরা যদি ভালও বাসে, তার মধ্যেও জিহাদ থাকে। পক্ষান্তরে হিন্দুরা ভালবাসে ঈশ্বরকে। পৃথিবী থেকে পাপীদের সরিয়ে না দিলে প্রকৃত ভালবাসার মর্ম বোঝা যাবে না। লাভ জিহাদে যারা মদত দেয়, তাদেরও একইরকম ভাবে জবাব দিতে হবে। হিন্দুরা যেন তাঁদের ঘরের মেয়েকে রক্ষা করে। ”

sadhvi pragya

সাধ্বী প্রজ্ঞার ইঙ্গিতপূর্ণ এসব মন্তব্য ঘিরেই দানা বেঁধেছে জোর বিতর্ক। ঘৃণাভাষণের অভিযোগও উঠেছে নেত্রীর বিরুদ্ধে। তবে এই প্রথম নয়, বরাবরই নিজের মন্তব্যের জেরে সমালোচনার শিকার হন ‘বিতর্কিত নেত্রী’ সাধ্বী প্রজ্ঞা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর