TMC-র অবস্থা ‘না ঘরকা না ঘাটকা’ হবে, কর্নাটকে BJP-র হার উদযাপনে তোপ সৌমিত্র-র

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সিংহাসন বদল! বিজেপিকে (BJP) বিপুল ভোটে হারিয়ে কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনে জয়ী হতে চলেছে জাতীয় কংগ্রেস (Congress)। প্রথম দিকে বিজেপি আশা দেখালেও হার স্বীকার করল গেরুয়া শিবির। দুপুর ২টা নাগাদ কর্নাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৪টি আসনে। অন্যদিকে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা মাত্র ৬৪।

যা নিয়ে সেরাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জয় উদযাপনে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা। ‘নো ভোট টু বিজেপি’ এমন স্লোগানে সবুজ আবির খেলায় ব্যস্ত কং সৈনিকরা। তবে কংগ্রেসের পাশাপাশি বিজেপির পরাজয়ে যথেষ্টই খুশিতে বাংলার তৃণমূল কংগ্রেসও। বিজেপির পরাজয়ে টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। এবার এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে টুইট করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Saumitra kha)।

ঠিক কী লিখলেন নেতা? সৌমিত্র খাঁ লেখেন, “কর্নাটকে ভোটের ফলাফল যাই হোক হোক না কেন,তৃণমূল কংগ্রেসের এত বাজি ফুটিয়ে আনন্দের কিছু নেই। আমি আমার রাজনৈতিক দূরদর্শিতা থেকে মনে করি তৃণমূল কংগ্রেসের সবথেকে খারাপ দিন আসছে। কারণ মাইনোরিটি অধিসূত এলাকাগুলি তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি ভোটে পরাস্ত হবে।”

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অবস্থা “না ঘরকা না ঘাটকা” পর্যায়ে পৌঁছাবে বলেও মন্তব্য করেন সৌমিত্র খাঁ। প্রসঙ্গত, শনিবার সকালে কর্ণাটকের ভোটগণনার শুরু থেকেই বোঝা যায়, বদল হতে চলেছে কুর্সি। শুরুর দিকে কিছুক্ষনের জন্য কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, বেলা গড়াতেই বিজেপি-কে এক ধাক্কায় পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যায় কংগ্রেস।

এই বিষয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের মরিয়া চেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে হারের কারণ পর্যবেক্ষণ করে দেখব আমরা। এই ফলাফল মাথা পেতে নিচ্ছি। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাড়িয়ে আমরা ফিরে আসব।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X