বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। জনদরদী সাংসদ হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে। নিজের লোকসভা কেন্দ্রের মানুষের দাবিদাওয়া নিয়ে প্রায়ই সরব হতে দেখা যায় তাঁকে। এবার যেমন সংসদে দাঁড়িয়ে সুপারস্পেশ্যালিটি হাসপাতাল (Super Specialty Hospital) নিয়ে বড় প্রশ্ন করলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ।
সংসদে দাঁড়িয়ে কী প্রশ্ন করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)?
এদিন সংসদে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ জিজ্ঞেস করেন, ‘পশ্চিমবঙ্গে ন্যাশানাল হেলথ মিশনের অধীন কেন্দ্রীয় আরোগ্য মন্দির বানানো হয়েছে। আমাদের রাজ্যে কেন্দ্রের সহযোগিতায় কতগুলি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল তৈরি হয়েছে?’
একইসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ জানতে চান, ‘সোনামুখী নামের আমাদের একটি পুরসভা রয়েছে। সেখানে কি হাসপাতাল তৈরি সম্ভব নাকি না?’ বিজেপি সাংসদের এই প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল।
আরও পড়ুনঃ চাইলেই আর মিলবে না খোরপোষ? ‘এই’ স্ত্রীদের নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের! জোর শোরগোল
সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া বলেন, ‘এই প্রশ্ন ড্রাগ রেগুলেশনের সঙ্গে সম্পর্কিত। সিডিএসসিওর সঙ্গে সম্পর্কিত। কিন্তু মাননীয় সাংসদ যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, সেটি ন্যাশানাল হেলথ মিশনের সঙ্গে সম্পর্কিত। তাই আমি ওনাকে এটুকুই বলব, উনি চাইলে আলাদা করে ন্যাশানাল হেলথ মিশনের অধীন এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন’।
সেই সঙ্গেই অনুপ্রিয়া বলেন, ‘তবে মাননীয় সদস্য ও সংসদকে বলতে চাইব, ন্যাশানাল হেলথ মিশনের সম্পর্কিত আমরা যে প্রস্তাবই পাই, সেটা রাজ্য পিআইপির মাধ্যমে পাই। তাই মাননীয় সদস্যের কেন্দ্রে, ওনার রাজ্যের কোনও প্রস্তাব থাকলে রাজ্য পিআইপির মাধ্যমে কেন্দ্রের এনএইচএমকে পাঠালে আমরা তাতে অনুমোদন দেব’।