‘অনু তুমি হনু হয়ে SSKM-এ গেলে”, কেষ্টর CBI জেরা এড়ানোর পর ঢাক বাজিয়ে গাইলেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজনীতিতে এখন শিরোনামে অনুব্রত মণ্ডল। বগটুই থেকে শুরু করে গরুপাচার মামলা, বারবারই নাম উঠে এসেছে তাঁর। আর এই গরুপাচার মামলায় বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-র অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। মঙ্গলবারই তিনি বীরভূম থেকে কলকাতায় আসেন।

ওনার কলকাতার আগমনে সবাই এটা ধরে নিয়েছিল যে, তিনি বুধবার CBI দফতরে যাচ্ছেনই। আর সকাল সকাল তিনি গাড়ি নিয়ে বেরও হন। তবে, নিজাম প্যালেসের সিবিআই দফতরে যাওয়ার বদলে উনি SSKM হাসপাতালে চলে যান। আচমকাই ওনার SSKM যাওয়া নিয়ে বিরোধীরা ওনাকে তীব্র আক্রমণ করেছেন।

আর এই নিয়ে বিজেপির বিধায়ক অসীম সরকার একটি গানও বেঁধেছেন। গরুপাচার কাণ্ডে সিবিআই তলবকে ঘিরে অনুব্রতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে রীতিমত কটাক্ষ করেই গানের বিষয়বস্তু তৈরি করে ফেলা হয়েছে। সহযোগী বিধায়কদের নিয়ে সুরের মাধ্যমেই গানে বলা হয়েছে “CBI-র কথা শুনে শ্বাসকষ্ট বেড়েছে, দাদা (অনুব্রত মন্ডল) ভর্তি হয়েছে”। এছাড়াও, ওই গানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে সাহায্য করছেন বলেও তোপ দাগা হয়।

অসীম সরকারের গানের পর বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’ও অনুব্রত মণ্ডলকে নিয়ে ছোট্ট একটি গান বেঁধেছেন। এদিন একটি দৈনিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সৌমিত্রবাবুকে ঢোল নিয়ে বসে থাকতে দেখা যায়। ওনাকে সাংবাদিক ঢোল নিয়ে বসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে, তিনি চড়াম চড়াম করে ঢোল বাজাচ্ছেন। কারণ চড়াম চড়াম ঢোল বাজানো মানুষটা সিবিআই-র ভয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছেন।

পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক লাইনের একটি গান করেন। সেই গানটি হল … ‘অনু তুমি হনু হলে, হনু হয়ে SSKM-এ গেলে”। অনুব্রত মণ্ডলের এহেন বারবার CBI এর জেরা এড়ানোর ঘটনাটিকে যে বিরোধীরা সাজানো বলে ভেবে নিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর