বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির অন্দরে বেনজির সংঘাত! বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে বসে হাসিমুখে বৈঠক করতে দেখা যায় তাঁকে। এই বিষয়টি মেনে নিতে পারেননি অনেকে। সেদিনই গর্জে উঠেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan), তরুণজ্যোতি তিওয়ারিরা। পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি দিলীপও (Dilip Ghosh)। এবার ফের তাঁকে একহাত নিলেন সৌমিত্র। ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন বিষ্ণুপুরের এমপি।
‘চার বউ’ নিয়ে সব ‘ক্লিয়ার’ করলেন সৌমিত্র (Saumitra Khan)!
বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ও দিলীপের বৈঠকের ছবি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সেদিনই ফেসবুকে একটি পোস্ট করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে একহাত নিয়েছিলেন সৌমিত্র। লিখেছিলেন, ‘একজন ‘ত্যাগী’ থেকে কীভাবে ‘ভোগী’ হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন ‘আদর্শবান পুরুষ’ হওয়া যায় তা চিন্তার বিষয়’!
পাল্টা দিতে ছাড়েননি দিলীপও। সরাসরি কারোর নাম না নিয়েই তিনি বলেন, ‘কারা চরিত্র নিয়ে কথা বলছে! যাদের দিনের এক জীবন, রাতের এক জীবন! যাদের ৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড, তাঁরা চরিত্র নিয়ে কথা বলছে!’
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম আদৃত! প্রথম দশে কতজনের নাম? রইল সম্পূর্ণ মেধাতালিকা
দিলীপের এহেন ব্যক্তিগত আক্রমণ একেবারেই মেনে নিতে পারেননি সৌমিত্র খাঁ। পাল্টা গর্জে উঠেছেন বিজেপি (BJP) সাংসদ। তিনি স্পষ্ট জানান, পদ্ম শিবিরে যোগ দেওয়ার আগে মদ্যপান করতেন। তবে এখন তাঁর জীবনযাত্রায় সামগ্রিকভাবে অনেকটা বদল এসেছে।
সৌমিত্র বলেন, ‘আপনি বলছেন আমার ৪টে বিয়ে ইত্যাদি ইত্যাদি, সৌমিত্র খাঁ কলার উঁচু করে বলে, তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো, অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি। যাকে বিয়ে করেছি,পারমিতা, উনি বিজেপির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি ওনাকে বিয়ে করেছি। আমি ভালো কাজ করেছি, খুব ভালো কাজ করেছি’।
উল্লেখ্য, শুধুমাত্র সৌমিত্র খাঁ (Saumitra Khan) নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের হাসিমুখে বৈঠক করার বিষয়টি বিজেপির অনেক নেতা-কর্মীই মেনে নিতে পারেননি। প্রবল সমালোচনা করেছেন পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বৃহস্পতিবার কোলাঘাটে গিয়ে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়েন দিলীপ। ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি পদ্ম নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁদের।