বাংলায় ছেয়ে যাচ্ছে অবৈধ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম! সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। তার আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এবার সংসদে দাঁড়িয়ে এই নিয়ে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। একযোগে ভুয়ো ভোটার ও অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) ইস্যুতে সুর চড়ালেন তিনি।

সংসদে ঝাঁঝালো সওয়াল করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)!

দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছে অবৈধ অনুপ্রবেশ ইস্যু। এই নিয়ে নানান সময়ে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এবার সংসদে দাঁড়িয়ে বিষ্ণুপুরের সাংসদ দাবি করলেন, বাংলায় ৫০ লক্ষের বেশি অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম রয়েছে। অবৈধ অনুপ্রবেশের জন্য বাংলা সহ সমগ্র দেশে অসুবিধা হচ্ছে, বলেন তিনি।

সৌমিত্র খাঁ (Saumitra Khan) এদিন বলেন, ‘আজকাল রিফিউজি ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে চর্চা হচ্ছে। ১৯৫১ সাল থেকে আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াত রয়েছে। কংগ্রেস সরকার কখনও এই নিয়ে মাথা ঘামায়নি, এদিকে নজর দেয়নি। আজ বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে অসুবিধা হচ্ছে’।

আরও পড়ুনঃ ৬ সপ্তাহের মধ্যে কাজ চালুর নির্দেশ! ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

বিজেপি (BJP) সাংসদের কথায়, ‘২০০৪ সালের ১৪ জুলাই MoS প্রকাশ জয়সওয়াল বলেছিলেন, গোটা ভারতে ১ কোটি ২০ লক্ষ অবৈধ বাংলাদেশি রয়েছেন। আজ পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম রয়েছে’। এরপরেই ভুয়ো ভোটার ইস্যু নিয়ে সরব হন তিনি।

সংসদে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ দাবি করেন, পশ্চিমবঙ্গের নানান সীমান্ত এলাকায় রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ভোটার কার্ড বানানো হচ্ছে ও তাঁরা সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। এই নিয়ে বিডিও আধিকারিকদেরও নিশানা করেন তিনি। বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘পুরো দেশকে শেষ করে দেবে। এই দিকে নজর দেওয়া উচিত’।

Saumitra Khan Parliament

এদিন সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমের পাতাতেও শেয়ার করেছেন সৌমিত্র খাঁ। লিখেছেন, ‘আজ সংসদের অধিবেশনের শুরুর দিনেই আমি আমার বক্তব্য তুলে ধরার সুযোগ পাই। আমার বক্তব্যে বরাবরের মতো ভারতবর্ষের বুকে রোহিঙ্গাদের অবস্থান এবং বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের অবস্থান নিয়ে সোচ্চার হই। আমি এর পূর্বেও একাধিকবার দেশের সার্বিক সুরক্ষার কথা ভেবে এই বিষয়ে সোচ্চার হয়েছি’।

সৌমিত্র খাঁ (Saumitra Khan) আরও লেখেন, ‘সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ইস্যু হারিয়ে ভুয়ো ভোটারের চিহ্নিতকরণের কথা বলছে। অথচ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে জড়িত বর্ডার এলাকাগুলিতে কীভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রদান করা হয়, কীভাবে তাঁদের ভারতবর্ষের ভোটার বানিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকার নীরব! তাই আমি এই বিষয়ে সোচ্চার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর