মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির ৫ বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক উক্তি। এই করেই বেশ কিছুদিন ধরে জল্পনা বাড়িয়ে চলেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর এই বিতর্কের মাঝে এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন।

যদিও, এই চিঠির সঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কোনও সম্পর্ক নেই। তিনি এই চিঠিটি লিখেছেন বনগাঁ-বাগদা প্রস্তাবিত রেল লাইন সম্পর্কে। নতুন এই রেল লাইনের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীকে গণস্বাক্ষর চিঠি লিখেছেন তিনি।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হল সড়ক পথ। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই একটি রেলপথের দাবি করে আসছেন। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি বাগদা থেকে বনগাঁ পর্যন্ত একটি রেল লাইনের শিলন্যাস করেছিলেন।

দীর্ঘ ১৩ বছর কেটে যাওয়ার পরেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আর এই কারণেই মানুষের চাহিদা পূরণের স্বার্থে দ্রুত জমি অধিগ্রহণ করে রেল লাইনের কাজ শুরু করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

shantanu thakur bjp 1

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন যে, ‘আমি দুই মাস আগেই মানুষের চাহিদা পূরণের জন্য জমি অধিগ্রহণ করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। কিন্তু সেই চিঠির জবাব আসেনি কোনও। তাই এবার মানুষের স্বাক্ষর নিয়ে আবারও মুখ্যমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণ করার দাবি জানালাম। মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণের বন্দোবস্ত করলে বয়রা থেকে বাগদা পর্যন্ত রেল লাইন করার কাজ শুরু হবে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর