বিজ্ঞাপনের মাধ‍্যমে হিন্দুদের ধর্মাবেগে আঘাত আমিরের! ‘হিন্দু বিরোধী’ অভিনেতাদের আক্রমণ বিজেপি সাংসদের

বাংলাহান্ট ডেস্ক: হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার অভিযোগে বিজেপি সাংসদের তোপের মুখে পড়লেন অভিনেতা আমির খান (aamir khan)। তাঁর অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি প্রকাশ করে ‘হিন্দু বিরোধী অভিনেতা’দের উদ্দেশে তীব্র কটাক্ষ শানিয়েছেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে।

একটি টায়ার প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি অভিনয় করতে দেখা গিয়েছে আমিরকে। রাস্তায় কিছু লোককে বাজি ফাটাতে বারন করেন তিনি বিজ্ঞাপনে। এখানেই আপত্তি বিজেপি সাংসদের। সংস্থার এমডি তথা সিইওকে চিঠি দিয়ে তিনি সাবধান করেছেন হিন্দুদের মধ‍্যে উত্তেজনা না ছড়াতে। পাশাপাশি তিনি এও বলেছেন, ভবিষ‍্যতে যেন হিন্দুদের ধর্মাবেগে আঘাত দিয়ে কোনো বিজ্ঞাপন না বানায় ওই সংস্থা।

1422769 aamir 1496120439 493 640x480 1
চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, ‘আপনার সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপন যেখানে আমির খান মানুষকে পরামর্শ দিচ্ছেন রাস্তায় বাজি না ফাটাতে, এটা খুবই ভাল বার্তা। মানুষের সমস‍্যার প্রতি আপনার যে এত চিন্তা তা প্রশংসার দাবি রাখে। এই প্রসঙ্গে আমি আবেদন করব আরো একটি সমস‍্যার কথা আপনি উল্লেখ করুন যার জন‍্য মানুষকে ভুগতে হয়। আর সেটা হল প্রতি শুক্রবার আর মুসলিম অন‍্যান‍্য সব পরবে নমাজের নামে রাস্তা আটকে রাখা।’

সাংসদের অভিযোগ, নমাজের জন‍্য রাস্তা বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি আটকে পড়ে জ‍্যামে, যার জেরে বড় ক্ষতিও হয়‌। প্রায় প্রত‍্যেকটি শহরে এ চেনা ঘটনা। তাঁর আরো অভিযোগ, আজানের সময় মসজিদের মাইক থেকে আসা আওয়াজ সহ‍্য ক্ষমতার বাইরে। এতে অনেক রোগীর সমস‍্যা হয়।

সংস্থার এমডিকে উদ্দেশ‍্য করে চিঠিতে তিনি লিখেছেন, ‘যেহেতু আপনি মানুষের সমস‍্যা নিয়ে এত উদ্বিগ্ন এবং আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই আমি নিশ্চিত আপনি বুঝবেন কত বছর ধরে বিভেদের শিকার হয়ে আসছে হিন্দুরা। আজকাল কিছু হিন্দু বিরোধী অভিনেতারা সবসময় হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে। কিন্তু নিজেদের সম্প্রদায়ের খারাপ দিকটা নিয়ে কখনোই কিছু বলে না।’


Niranjana Nag

সম্পর্কিত খবর