বাংলাহান্ট ডেস্কঃ তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ নির্মাণের পক্ষে এবার সোচ্চার হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (saumitra khan)। এবার ভাবাদিঘি-জট কাটিয়ে উঠে দ্রুত রেলপথ তৈরি হওয়ার কথা ওঠায় আশার আলো দেখছেন ভাবাদিঘির সাধারণ মানুষ এবং আন্দোলনকারী মানুষজনেরা
গোঘাট-১ ব্লকের ভাবাদিঘি ছাড়াও ৭ কিলোমিটার দূরে গোঘাট-২ ব্লকের পশ্চিম অমরপুরেও একটা সমস্যা আছে। একদিকে ভাবদিঘিতে যেমন দিঘি বাঁচিয়ে রেলপথ নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তেমন অন্যদিকে পশ্চিম অমরপুরে জমির দাম এবং নিকাশি ব্যবস্থার জন্য আন্দোলন করা হয়েছিল। যার ফলে একটা জট কাটলে, পরে আরও একটা সমস্যা থেকে যাচ্ছে।
এবিষয়ে পশ্চিম অমরপুরে ‘গ্রাম বাঁচাও, রেল চালাও’ কমিটির সম্পাদক ফটিক কাইতি জানান, ‘কাঠাপিছু ১৪ হাজার ৬৫০ হাজার টাকা জমির দাম ধার্য করা হয়েছিল ২০২১ সালেই। কিন্তু আমরা ৭৫ হাজার টাকা করে চাইছি। তবে দাম নিয়ে বিশেষ কোন সমস্যা না হলেও, জায়গাটি সমতল থেকে বেশ নিচু হওয়ার কারণে জল নিকাশি ব্যবস্থার প্রয়োজন রয়েছে’।
অন্যদিকে ভাবাদিঘির ‘দিঘি বাঁচাও কমিটি’র সম্পাদক সুকুমার রায় জানান, ‘রেলপথ তৈরির জন্য আমরা উত্তরপাড়াটা বিনামূল্যে ছেড়ে দেব বলেছি। কিন্তু সরকাররে সে বিষয়ে কোন হেলদোল নেই। তবে আমরা দিঘি ভরাট করে রেলপথ করতে চাইছি না’।
এবিষয়ে বুধবার সংসদের অধিবেশনে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘রেলমন্ত্রীকে জানিয়েছি যাতে দ্রুতই এই সমস্যার সমাধান করে রেলপথ চালু করা যায়’। মাত্র ২-৪ কিলোমিটারে গোলমালের জন্য তারকেশ্বর-বিষ্ণুপুরের মধ্যে রাস্তাটা তৈরি হয়নি। ভাবাদিঘির নকশা পরিবর্তন করা উচিৎ।